কলকাতা:  ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। তবে মাধ্যমিকের মত এ ক্ষেত্রেও পড়ুয়াদের হাতে কীভাবে মার্কশিট তুলে দেওয়া সম্ভব তা নিয়ে আলোচনা চলছে।

করোনা লকডাউনের জেরে সিবিএসই, আইসিএসই ও আইএসসি-র মত উচ্চমাধ্যমিকেরও ৩ দিনের পরীক্ষা বাতিল হয়ে যায়। ২, ৬ ও ৮ জুলাইয়ের পরীক্ষা হতে পারেনি। পর্ষদ জানিয়েছে, যে পরীক্ষাগুলি সংশ্লিষ্ট পড়ুয়া দিতে পেরেছেন, সেগুলির মধ্যে যেটিতে তিনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন সেই নম্বরই বাকি থাকা পরীক্ষাগুলির নম্বর হিসেবে যুক্ত হবে। পর্ষদে নম্বর জমা পড়া এখন শেষের দিকে। ৩১ তারিখের মধ্যে ফল প্রকাশের কথা ভাবা হচ্ছে, শুধু রাজ্য সরকারের সবুজ সংকেতের অপেক্ষা।

এ বছর উচ্চমাধ্যমিকে বসেন ৮ লাখের বেশি পরীক্ষার্থী। পরীক্ষা শুরু হয়েছিল ১২ মার্চ।