কলকাতা: হু হু করে বইছে সময়। এগিয়ে আসছে ডেডলাইন। ৪ ডিসেম্বর প্রক্রিয়া শেষের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ৯ তারিখ প্রকাশিত হবে খসড়া তালিকা। কিন্তু অভিযোগ, এরই মধ্যে কার্যত অকেজো হয়ে পড়েছে BLO-দের ব্যবহৃত অ্যাপ।

Continues below advertisement


নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী সারা রাজ্য জুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। এই প্রক্রিয়ায় নাগরিকদের কাছ থেকে বিএলও (BLO) বা বুথ লেভেল অফিসাররা এসআইআর বা ইনুমারেশন ফর্ম সংগ্রহ করছেন। অনেকেই বিএলও-র কাছে নিজেদের তথ্য বা ফর্ম জমা দিয়েছেন, কিন্তু সেই তথ্য আদৌ অনলাইনে আপলোড হয়েছে কিনা, তা নিয়ে সংশয়ে থাকেন। 




নির্বাচন কমিশনের পোর্টালে খুব সহজেই এই স্ট্যাটাস চেক করা সম্ভব। এখন আপনি বাড়িতে বসেই নিজের মোবাইল বা কম্পিউটার থেকে যাচাই করতে পারবেন। 


আপনার ফর্মের বর্তমান অবস্থা জানার জন্য আপনাকে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে। 


প্রথমে আপনাকে ভারতের নির্বাচন কমিশনের অফিসিয়াল ভোটার পরিষেবা পোর্টালে (voters.eci.gov.in) যেতে হবে।


আপনার যদি আগে থেকেই এই পোর্টালে রেজিস্ট্রেশন করা থাকে, তবে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর, পাসওয়ার্ড, ক্যাপচা এবং ওটিপি (OTP) দিয়ে লগইন করুন।


যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে, তবে ওয়েবসাইটের উপরের ডানদিকে থাকা ‘Sign Up’ অপশনে ক্লিক করে মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিন এবং তারপর লগইন করুন।


সফলভাবে লগইন করার পর, হোমপেজের উপরের মেনু বারে বা ড্যাশবোর্ডে থাকা ‘Fill Enumeration Form’ অপশনটি খুঁজে বের করুন এবং ক্লিক করুন।


এরপর একটি নতুন পেজ খুলবে যেখানে আপনাকে আপনার রাজ্যের নাম নির্বাচন করতে হবে (যেমন: West Bengal)।


রাজ্য নির্বাচনের পর নিচে আপনার এপিক (EPIC) বা ভোটার কার্ড নম্বরটি নির্দিষ্ট বক্সে নির্ভুলভাবে লিখুন এবং পাশে থাকা ‘Search’ বোতামে ক্লিক করুন।


আপনার এলাকার বিএলও আপনার দেওয়া তথ্য ও ফর্মটি সফলভাবে অনলাইনে সাবমিট করে দিয়েছেন।


আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই, প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। যে ফোন নম্বরটি দেখাচ্ছে, সেটি আপনার ভোটার তথ্যের সাথে লিঙ্ক করা হয়েছে।


ফর্ম আপলোড হয়নি? যদি সার্চ করার পর স্ক্রিনে আপনার ব্যক্তিগত তথ্য যেমন— নাম, বাবার নাম, ঠিকানা ইত্যাদি সম্বলিত একটি ফর্ম খুলে যায় এবং সেখানে ওটিপি (OTP) পাঠানোর বা ফর্ম এডিট করার অপশন আসে, তবে এর অর্থ হল। এই অবস্থায় আপনি চাইলে বিএলও-র জন্য অপেক্ষা না করে নিজেই প্রয়োজনীয় তথ্য যাচাই করে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে ফর্মটি অনলাইনে সাবমিট করতে পারেন।