কলকাতা : করোনা আবহে সোয়াইন ফ্লুয়ের ভ্রুকুটি। রাজ্যের সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে সতর্ক করল রাজ্য স্বাস্থ্য দফতর। ইনফ্লুয়েঞ্জার উপসর্গ থাকলেই, নিতে হবে বাড়তি সতর্কতা। নির্দেশ দিল স্বাস্থ্য দফতর।


করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা ক্রমেই বাড়ছে ! এরই মধ্যে মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ফের পেরিয়ে গিয়েছে ৬০০-র গণ্ডি। এই প্রেক্ষাপটে কলকাতায় সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত রোগীর মৃত্যুর খবরে নড়েচড়ে বসল স্বাস্থ্য ভবন।


স্বাস্থ্য ভবন সূত্রে খবর, ২ অগাস্ট সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত এক রোগীকে আশঙ্কাজনক অবস্থায় বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরেরদিনই মৃত্যু হয় তাঁর। 


স্বাস্থ্য দফতর সূত্রে দাবি, ইদানীং জেলায় জেলায় বেড়েছে ইনফ্লুয়েঞ্জা। সর্দি, নাক দিয়ে জল পড়ার মতো উপসর্গ নিয়ে রোগীরা চিকিত্‍সা করাতে আসছেন। পরীক্ষা করে দেখা যাচ্ছে, তাঁরা কোভিড আক্রান্ত নন। এমন রোগীদের ক্ষেত্রেই সোয়াইন ফ্লুয়ের ব্যাপারে বাড়তি নজর দিতে বলা হচ্ছে। এনিয়ে ইতিমধ্যে জেলাগুলিকে প্রস্তুতির নির্দেশও দেওয়া হয়েছে।


বেলেঘাটা আইডি হাসপাতালের অধ্যক্ষ অনিমা হালদার বলেন, এই মুহূর্তে সারা রাজ্যের সমস্ত জেলায় ইনফ্লুয়েঞ্জার মতো জ্বর ও সোয়াইনফ্লু নিয়ে সতর্ক করা হয়েছে। ইনফ্লুয়েঞ্জার উপসর্গ থাকলে সতর্ক হতে হবে। সোয়াইনফ্লুর পরীক্ষা করার বিষয়ে সজাগ থাকত। ওষুধ মজুত করতে বলা হয়েছে। বেলেঘাটা আইডি হাসপাতাল আগে সোয়াইনফ্লু  চিকিৎসা হয়েছে। ফের প্রস্তুতি শুরু হয়েছে।


এদিকে বেলেঘাটা হাসপাতালে বাড়ছে সোয়াইন ফ্লু আক্রান্ত সন্দেহে রোগীর সংখ্যা। হাসপাতাল সূত্রে খবর, সোয়াইন ফ্লু-র চিকিৎসায় ৫০ বেডের ওয়ার্ড তৈরির আবেদন করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের কাছে। এর মধ্যে ২৫ বেডের ওয়ার্ড হবে পুরুষ রোগীদের জন্য। আর ২৫ বেডের ওয়ার্ড হবে মহিলা আক্রান্তদের জন্য। এব্যাপারে স্বাস্থ্য ভবনে আবেদন জানিয়েছে বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য ভবন বিষয়টি বিবেচনা করছে বলে সূত্রের খবর। হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্তের সংখ্যা কমলেও আউটডোরে সোয়াইন ফ্লু আক্রান্ত সন্দেহে রোগীর সংখ্যা বাড়ছে।