কলকাতা : মাধ্যমিকের ফল বেরিয়েছে মঙ্গলবার। পাসের হার ১০০ শতাংশ। সেইমতোই উচ্চমাধ্যমিকেও ভাল ফলের আশা ছিলই। এবার ঘোষণা হল উচ্চমাধ্যমিকের ফলাফল। মাধ্যমিকের মতো একশো শতাংশ ছাত্র-ছাত্রীই পাস না করলেও, এবার উচ্চমাধ্যমিকেও ফল ভাল হয়েছে। পাসের হার ৯৭.৬৯ শতাংশ। ঘোষণা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসের।


তিনি জানান, এ বছর উচ্চমাধ্য়মিক পরীক্ষা দিয়েছিল ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন। তার মধ্যে এ গ্রেড পেয়েছে ৯৫ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী। পাস করেছে ৯৭.৬৯ শতাংশ ছাত্রছাত্রী। এর মধ্য়ে ছেলেদের পাসের হার ৯৭.৭০ শতাংশ। মেয়েদের পাসের হারও প্রায় সমান। রাজ্যের সমস্ত জেলায় পাসের হার ৯০ শতাংশ ও তার বেশি। মাইনরিটিদের পাসের হার ৯৭.৪৬ শতাংশ। তফসিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে পাসের হার ৯৭.৩৩ শতাংশ। এছাড়া প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭ জন ছাত্রছাত্রী। মোট ৫০০ নম্বরের মধ্যে উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৪৯৯। ৪৯৯ নম্বর পেয়েছে মুর্শিদাবাদের এক ছাত্রী। উচ্চমাধ্যমিকে প্রথম দশের মধ্যে আছে ৮৬ জন পরীক্ষার্থী। 


করোনা আবহে মাধ্যমিকের মতো এবছর বাতিল হয় উচ্চমাধ্যমিক পরীক্ষাও। ৭ জুন উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়। বিগত পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিশেষ ফর্মুলায় হয়েছে মূল্যায়ন। সেইমতোই আজ ফল ঘোষণা করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। 


পরীক্ষা না হওয়ায় এখনও অ্যাডমিট কার্ড পায়নি কেউ। জানা নেই রোল নম্বর। তাই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন  নম্বর দিয়ে জানা যাবে ফল। শুক্রবার স্কুল থেকেই মিলবে মার্কশিট। উচ্চমধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, শুক্রবার সকাল ১১টা থেকে দেওয়া হবে মার্কশিট, সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড। সংসদের ৫২টি বিতরণ কেন্দ্রে থেকে তা তুলে দেওয়া হবে স্কুলগুলির হাতে।


প্রসঙ্গত, মঙ্গলবারই প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। উত্তীর্ণদের একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিয়ে উচ্চমাধমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ২ অগাস্ট থেকে ১৪ অগাস্টের মধ্যে শেষ করতে হবে নিজের স্কুলের পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া। ১৬ অগাস্ট থেকে ৩১ অগাস্টের মধ্যে ভর্তি চলবে অন্য স্কুলের পড়ুয়াদের।