কলকাতা: গরমে পুড়ছে গোটা রাজ্য (West Bengal)। হাসফাঁস করছেন রাজ্যবাসী। সেই সঙ্গে সকলেই চালকের মতো অপেক্ষা করছেন, কবে মিলবে দাবদাহ থেকে রেহাই। কবে নামবে বৃষ্টি।

আশা ও আশঙ্কা - দুরকমই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Rain Forecast)। বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের (Heatwave) সতর্কবার্তা দক্ষিণবঙ্গে (South Bengal)। পশ্চিমের শুষ্ক গরম হাওয়ার কারণে তাপপ্রবাহের সতর্কবার্তা। অন্যদিকে অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, পূর্বাভাস আবহাওয়া অফিসের। সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে।

কবে ঢুকবে বর্ষা (Monsoon)? এবার আগাম বর্ষার অনুমান ভারতের মূল ভূখণ্ডে। আগামী ২৭ মে বর্ষা ঢুকবে ভারতের মূল ভূখণ্ড কেরলে। এর আগে ভারতের মৌসম ভবন জানিয়েছিল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকবে ১৩ই মে ।

মৌসম ভবনের অনুমান অনুযায়ী স্বাভাবিকের থেকে ৯ দিন আগে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভারতের মূল ভূখণ্ডেও পাঁচ দিন আগে ঢুকতে চলেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অন সেট হয় ২২ শে মে। গত বছর তিন দিন আগে উনিশে মে অন সেট হয়েছিল। এবার আরও অনেকটা আগেই বর্ষা ঢুকে পড়বে ভারতের দ্বীপপুঞ্জে।

উত্তরপূর্ব আসামে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস রয়েছে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে। নিম্নচাপ অক্ষরেখার দাপটও রয়েছে। বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা উত্তরবঙ্গ, অসম এবং মেঘালয়ের উপর দিয়ে বিস্তৃত। অক্ষরেখা রয়েছে সৌরাষ্ট্র থেকে উত্তরপূর্ব আরব সাগর পর্যন্ত। আরও একটি উত্তর-দক্ষিণ অক্ষরেখা রয়েছে মারাঠাওয়াড়া থেকে গাল্ফ অফ ম্যানার পর্যন্ত বিস্তৃত। এটি তামিলনাড়ু ও কর্নাটক ওপর দিয়ে বিস্তৃত।

দক্ষিণবঙ্গে সোমবারও তাপপ্রবাহ থাকবে চার জেলায়। সেই জেলাগুলি হল বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর। মঙ্গলবার তাপ প্রবাহ থাকবে ছয় জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে।বুধবার তাপ প্রবাহ থাকবে ছয় জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে।বৃহস্পতিবার তাপ প্রবাহ থাকবে পাঁচ জেলাতে। পুরুলিয়া ও বাঁকুড়া ছাড়াও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে।