নয়া দিল্লি : সুখবর। স্টেশন মাস্টার পদে নিয়োগ করবে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। আনলাইনে আবেদন করা যাবে। ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল সাইট wcr.indianrailways.gov.in. এর মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ২৫ জুলাই।


৩৮টি পোস্টে নিয়োগ করা হবে। এই পোস্টের জন্য আবেদনকারীদের মেডিক্যাল স্ট্যান্ডার্ডে যোগ্যতা নিশ্চিত করতে বলা হয়েছে। কী যোগ্যতা চাওয়া হয়েছে, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য বিস্তারিত তথ্য নিচে দেখে নিন...


কী যোগ্যতা চাওয়া হয়েছে


এই পোস্টের জন্য যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকতে হবে। জেনারেল প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। এসসি এবং এসটি প্রার্থীদের জন্য ৪৫ বছর। এবং ওবিসি প্রার্থীদের জন্য ৪৩ বছর পর্যন্ত বয়সসীমা রাখা হয়েছে। তবে যাঁরা স্নাতকস্তরের ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, তাঁরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন না।


নির্বাচন প্রক্রিয়া


কম্পিউটার বেসড টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন/মেডিক্যাল এক্সামিনেশন-এর মাধ্যমে নিয়োগ করা হবে। পুরো নিয়োগ প্রক্রিয়াটাই হবে মেধার ভিত্তিতে। উপরে উল্লেখিত ধাপগুলির মাধ্যমে। পরীক্ষার সময়, তারিখ এবং স্থান জানিয়ে দেবে আরআরসি। সময়মতো প্রার্থীদের তা জানিয়ে দেওয়া হবে।   


কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট (সিবিএটি) : যোগ্যতা প্রমাণের জন্য প্রতিটি টেস্টে প্রার্থীদের ন্যূনতম টি-স্কোর তুলতে হবে ৪২। স্টেশন মাস্টার পদে যতগুলি শূন্যপদ আছে আর আটগুণ প্রার্থীকে ডাকবে সিবিএটি। প্রশ্ন ও উত্তর থাকবে ইংরাজি ও হিন্দিতে। 


কীভাবে আবেদন করবেন ?


ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের কর্মীরা আরআরসি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। 


প্রসঙ্গত, করোনা পর্বে দীর্ঘদিন ধরে ব্যাহত ট্রেন চলাচল। পরিষেবা এখনও স্বাভাবিক হয়নি। কারণ, পুরো দমে ট্রেন চলাচল শুরু হয়ে গেলে ফের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে দ্রুত ট্রেন পরিষেবা স্বাভাবিক হোক, চাইছেন সকলেই।