Rahul Gandhi Marriage: কবে বিয়ে করছেন রাহুল গান্ধী? প্রকাশ্যে কী জানালেন কংগ্রেস নেতা

Rahul Gandhi Marriage: রাহুল গান্ধী কবে বিয়ে করছেন তা নিয়ে জল্পনা অনেকদিনের। সোমবার উত্তরপ্রদেশের রায়বরেলির মহারাজাগঞ্জে জনসভা করতে গিয়ে সেই প্রশ্নের ফের মুখোমুখি হতে হল তাঁকে।

Continues below advertisement

রায়বরেলি: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী কবে বিয়ে করবেন (Rahul Gandhi Marriage) এই প্রশ্নটাই মাঝে মধ্যে ঘুরে বেড়ায় দেশের রাজনৈতিক মহলে। কিছুদিন আগে ইন্ডিয়া জোটের বৈঠকে এই বিষয়ে নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন ওয়ানাডের সাংসদকে। এবার রায়বরেলির (Rae Bareli) জনসভায় বক্তব্য রাখার সময় রাহুল গান্ধী কবে বিয়ে করছেন তা জানতে চান একজন কংগ্রেস সমর্থক। যার উত্তর মুচকি হেসে দিতেও দেখা যায় রায়বরেলির কংগ্রেস প্রার্থীকে।

Continues below advertisement

সোমবার উত্তরপ্রদেশের রায়বরেলির মহারাজাগঞ্জে নির্বাচনী জনসভা করতে গিয়েছিলেন সেখানকার কংগ্রেসের প্রার্থী রাহুল গান্ধী। ওই সভায় উপস্থিত ছিলেন দিদি প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও। তাঁকে পাশে দাঁড়িয়ে বক্তব্য রাখার সময় আচমকা দর্শকাসন থেকে একজন উঠে দাঁড়িয়ে বিয়ে নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে ঠাট্টা করেন। প্রশ্ন করেন বিয়ে করার পরিকল্পনা কবে রয়েছে কংগ্রেস নেতার। এর উত্তরে মুচকি হেসে রাহুল জানান, খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।

নিজের বক্তব্যের সময়ে রায়বরেলির সঙ্গে কংগ্রেসের পুরনো সম্পর্কের কথা উল্লেখ করে আবেগপ্রবণ হয়ে পড়েন রাহুল গান্ধী। স্মৃতিচারণা করে বলেন, "রায়বরেলির সঙ্গে আমাদের ১০০ বছরের সম্পর্ক। কিছুদিন আগে আমি যখন আমার মায়ের সঙ্গে বসেছিলাম তখন আমি তাঁকে বলি যে একটি ভিডিওতে আমি বলেছি আমার দুটো মা আছে সোনিয়াজি এবং ইন্দিরাজি। আমার মা এটা পছন্দ করেননি। কিন্তু, আমি তাঁকে ব্যাখ্যা করে বোঝাই যে একজন মা হলেন তিনি যিনি সন্তানকে রাস্তা দেখানোর পাশাপাশি তাকে রক্ষা করে। আমার মা এবং ইন্দিরাজি দুজনেই আমার জন্য তাই করেছেন। এটা আমার দুই মায়েরই কর্মভূমি। এটাই হল কারণ রায়বরেলি থেকে আমার ভোটে লড়াই করার।"

 

গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দেগে রাহুল গান্ধী বলেন, "ভারতের ইতিহাসে এই প্রথম বারের মতো বিজেপি ও আরএসএসের লোকেরা চাইছে আমাদের সংবিধানকে শেষ করতে। ওদের নেতারা পরিষ্কার বলছে ওরা যদি ক্ষমতায় আসে তাহলে সংবিধান পরিবর্তন করবে। অন্যদিকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যদি কংগ্রেস ও ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তাহলে আমার প্রথম কাজ হবে গরিব কৃষকদের ঋণ মকুব করা।" 

আরও পড়ুন: Mamata Banerjee: ‘আমাকে চোর বলতে কোটি কোটি খরচ করতে হচ্ছে’, সরাসরি মোদিকে নিশানা মমতার

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Continues below advertisement
Sponsored Links by Taboola