নয়াদিল্লি: আগামী ৩১ ডিসেম্বর সিবিএসই দশম এবং দ্বাদশ পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশিত হবে। শনিবার টুইট করে একথা জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। আগামী বৃহস্পতিবার সন্ধে ৬টায় পরীক্ষার দিন ঘোষণা হবে বলে জানিয়েছেন তিনি।

এদিন তিনি ট্যুইটারে লেখেন, ২০২১ সালের সিবিএসই দশম এবং দ্বাদশের পরীক্ষাসূচি ঘোষণা করব। আগামী বৃহস্পতিবার সন্ধে ৬টায় পরীক্ষার দিন জানাব। উল্লেখ্য চলতি সপ্তাহের প্রথম দিকে নিশাঙ্ক জানান, ২০২১ সালের সিবিএসই দশম এবং দ্বাদশের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হবে। তবে তিনি কোনও তারিখের কথা ঘোষণা করেননি।



সাধারণত প্র্যাক্টিক্যাল পরীক্ষা হয় জানুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে হয় লিখিত পরীক্ষা। শেষ হয় মার্চে। করোনা পরিস্থিতিতে কীভাবে পরীক্ষা হবে সেই প্রশ্ন আগেই উঠেছে। এই আবহে শিক্ষামন্ত্রী মঙ্গলবার জানান, পরিস্থিতি বিবেচনা করে, সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, ২০২১ সালে সিবিএসই পরীক্ষা হবে অনলাইনেই। তবে এই বিষয়ে এখনও কোনও সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করেনি কেন্দ্র।

শিক্ষামন্ত্রক সূত্রে খবর, ২০২১ সালের পরীক্ষাসূচি ঘোষণা করার আবেদন জানিয়েছেন অভিভাবকরা। তাঁদের আবেদন পরীক্ষার অন্তত ৩ মাস আগে সূচি ঘোষণা করুক কেন্দ্র। পড়ুয়াদের পরীক্ষার জন্য প্রস্তুত রাখতে ইতিমধ্যেই প্রি-বোর্ড পরীক্ষা নিয়েছে একাধিক স্কুল। অনলাইনেই হয়েছে সেই পরীক্ষা। এবিষয়ে নিশাঙ্ক বলেন, আমি সবসময় শিক্ষকদের সঙ্গে কথা বলি। পড়ুয়াদের সঙ্গেও যোগাযোগ রাখার চেষ্টা করি। যাতে সমন্বয় রেখে কাজ করা যায়।

উল্লেখ্য, করোনার কোপ পড়েছে শিক্ষাক্ষেত্রে। মার্চ মাস থেকে বন্ধ স্কুল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। শর্তসাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু আপাতত সেই পথে হাঁটছে না একাধিক রাজ্য। এদিকে বছর ঘুরলেই দশম, দ্বাদশের পরীক্ষা। করোনা আবহে এবছরই বাতিল হয়ে যায় সিবিএসই দশম এবং দ্বাদশের একাধিক পরীক্ষা। এই আবহে ২০২১ সালের পরীক্ষা? সেই প্রশ্ন উঠেছে বারবার।