ওয়াশিংটন: দেশের রাষ্ট্রপতি যখন কোনও দেশে সফরে যান, তখনই স্বল্প সময়ের জন্য সেই দেশের প্রশাসনের শীর্ষস্থানীয়দের ট্যুইটার অ্যাকাউন্ট ফলো করা হয়, এমনটাই জানাল হোয়াইট হাউস। প্রেসিডেন্টের সফর নিয়ে তাঁদের পোস্ট রিট্যুইট করার জন্যই তা করা হয়।
গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত-সফরের সময় হোয়াইট হাউস ট্যুইটারে মোদি, কোবিন্দ ও পিএমও-র অ্যাকাউন্ট ফলো করা শুরু করে। ফলো করা হয়, আমেরিকায় ভারতীয় দূতাবাস, ভারতে মার্কিন দূতাবাস ও মার্কিন রাষ্ট্রদূতের ট্যুইটার অ্যাকাউন্টগুলি।
তবে এই সপ্তাহের শুরুতে হোয়াইট হাউস এই সব অ্যাকাউন্ট গুলিকে আনফলো করে দেয়।
হোয়াইট হাউসের তরফে জানানো হয়, তারা ট্যুইটারে সাধারণত সিনিয়র ইউএস গভর্নমেন্টের ট্যুইটার অ্যাকাউন্টই ফলো করে থাকে। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প ভারতে এসেছিলেন বলে উল্লিখিত ৬টি অ্যাকাউন্টকে ফলো করেছিল তারা।