বেজিং: নোভেল করোনাভাইরাসের উত্স নিয়ে গবেষণার কাজে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) দুজন বিশেষজ্ঞ চিনে পৌঁছেছেন। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনিং খবরটি নিশ্চিত করেছেন। সংস্থা সিটিজিএন তাঁকে উদ্ধৃত করে জানিয়েছে, চিনা বিজ্ঞানী ও মেডিকেল বিশেষজ্ঞদের সঙ্গে সহযোগিতা করবেন, এই সংক্রান্ত প্রাসঙ্গিক প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবেন। যদিও চিনে তাঁদের কর্মসূচির ব্যাপারে বিস্তারিত তথ্য দেননি হুয়া। তবে হু বিশেষজ্ঞরা অন্য বিভিন্ন দেশ, অঞ্চলেও একই ধরনের সফরে যেতে পারেন বলে জানান তিনি। বলেন, হু-ও বিশ্বাস করে, ভাইরাসটির উত্স খুঁজে বেরা একটা লাগাতার, পরিবর্তনশীল প্রক্রিয়া, যাতে একাধিক দেশ, অঞ্চল সফরের দরকার হতে পারে। প্রয়োজনমতো আরও দেশ, অঞ্চলে একই ধরনের অনুসন্ধান সফরে যাবে হু।
গত মাসে হু-এর ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেইয়েসুস বলেছিলেন, ভাইরাসটির উত্স খুঁজে বের করা খুব, খুবই গুরুত্বপূর্ণ। এটা বিজ্ঞান, জনস্বাস্থ্যের প্রশ্ন। ভাইরাসটির সৃষ্টি কোথায়, কী করে শুরু হল এবং তার সম্পর্কে যাবতীয় তথ্য জানলেই তাকে আরও ভাল ভাবে মোকাবিলা করতে পারব আমরা। ২০১৯ এর ডিসেম্বরে চিনে এই ভাইরাস সংক্রমণের খবর প্রকাশের পর বিজ্ঞানীরা অনুমান করেছিলেন, ভাইরাসটি জন্তু-জানোয়ারের শরীর থেকে মানুষের মধ্যে ঢুকেছে, সম্ভবত উহান শহরের কোনও এক বাজারে।