কলকাতা: বিশ্বের বিভিন্ন দেশে ছড়াচ্ছে মাঙ্কি-পক্স-আতঙ্ক। উপসর্গ অনেকটা চিকেন পক্সের মতোই। কোভিড আতঙ্কের মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে এই ভাইরাসের প্রকোপ। গত ১৩ মে থেকে ১২টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কি পক্স। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯২ জন। স্পেন ও পর্তুগালের মতো ইউরোপের একাধিক দেশ ও আমেরিকায় মাঙ্কি ভাইরাসে আক্রান্ত রোগীর হদিশ পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে আগাম সাবধান হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতেই একাধিক দেশকে সতর্ক করেছে তাঁরা। মনে করা হচ্ছে, সঠিক সচেতনতা না থাকলে করোনার ভমতো অতিমারীও হয়ে উঠতে পারে।
এদিকে, ইউরোপে মাঙ্কি-পক্সের প্রকোপ বাড়ায় রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জারি হয়েছে অ্যাডভাইসরি। কেন্দ্রের অ্যাডভাইসরিতে বলা হয়েছে, মূলত ইউরোপীয় দেশগুলি থেকে যাঁরা আসছেন, তাঁদের শরীরে আচমকা র্যাশজাতীয় কিছু নজরে এলে ভর্তি করতে হবে হাসপাতালে। সংক্রামক ব্যাধির মতোই যাবতীয় সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে।
আরও পড়ুন, জাল নোটের ছাপাখানাকাণ্ডে অভিযুক্তের সঙ্গে তৃণমূলের একাধিক নেতার ছবি! পোস্ট বিজেপি নেতার
পাশাপাশি, সংশ্লিষ্ট ব্যক্তির দেহরসের বিভিন্ন নমুনা সংগ্রহ করে রোগ চিহ্নিতকরণের জন্য পাঠাতে হবে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। রোগ চিহ্নিত হলে, ওই রোগী ২১ দিন ধরে যাঁদের সংস্পর্শে এসেছেন, তাঁদের চিহ্নিত করে নজরদারি চালাতে হবে। এরপর প্রয়োজন বুঝে পরবর্তী পদক্ষেপ। এছাড়াও, দেশের যে কোনও হাসপাতাল বা চিকিত্সা কেন্দ্রে র্যাশজাতীয় লক্ষণ নিয়ে কেউ চিকিত্সা করাতে এলে, সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। রাজ্যগুলির জন্য এই মর্মে অ্যাডভাইসরি জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
এদিকে, এতদিন বিশেষজ্ঞদের ধারণা ছিল শ্বাসনালী, ক্ষত স্থান, নাক, মুখ ইত্যাদির মাধ্যমে মানব শরীরে এই ভাইরাসের সংক্রমণ ঘটে। কিন্তু সম্প্রতি মাঙ্কি ভাইরাসে আক্রান্ত একাধিক ব্যক্তিকে পরীক্ষা করে চিকিৎসকরা মনে করছেন যৌন সংসর্গের মাধ্যমেও ছড়াতে পারে এই ভাইরাস। পোশাক বা ড্রপলেটের মাধ্যমেই শুধু নয়, যৌন সংসর্গের (Sexual relations) মাধ্যমেও ছড়াতে পারে মাঙ্কি ভাইরাস (Monkey Virus), এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।