কিন্তু কে তিনি? জানা গিয়েছে তাঁর পরিচয়। নাম কান্তা মূর্তি। রীতিমতো তাঁকে নিয়ে আলোচনা-চর্চা চলছে। লোকের মুখে মুখে ফিরছে তাঁর কথা। কান্তা বলেছেন, ফুল বেচে সংসার, পেট চালাই, বাচ্চাদের পড়াশোনার খরচ জোগাই। রেল দুর্ঘটনায় জখম হয়ে স্বামী প্রতিবন্ধী হয়ে পড়েছেন। মাতুঙ্গায় খোলা ম্যানহোলের সামনে দাঁড়িয়ে ছিলেন কেন? তিনি নিজেই বলেছেন, জল পাস করে দেওয়ার জন্য আমিই ম্যানহোলের ঢাকনা খুলে পথচারী, গাড়িচালকদের দাঁড়িয়ে থেকে সাবধান করি। পরে বৃহন্মুম্বই পুরসভার লোকজন পরে এসে এজন্য আমায় বকাবকি করেন।