উজ্জ্বল মুখোপাধ্যায়, সূর্যাগ্নি রায়, সন্দীপ সরকার, মেদিনীপুর: অমিত শাহের বঙ্গ সফরে তৃণমূলকে জোর ধাক্কা দিল বিজেপি। শাসক দলের ৭ বিধায়ক ও ১ সাংসদ আজ গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। বাম ও কংগ্রেসের ৩ বিধায়কও নাম লিখিয়েছেন পদ্মফুলে।


রাজ্য-রাজনীতিতে গত কয়েক মাস ধরে বাড়তে থাকা জল্পনা থামল শনিবারের বারবেলায়। গেরুয়া টিকা পরে বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। অমিত শাহের হাত থেকে নিলেন পতাকা। সঙ্গে একঝাঁক অনুগামী। কেউ সাংসদ, কেউ বিধায়ক, কেউ প্রাক্তন মন্ত্রী। বিধানসভা ভোটেঅমিত শাহের সফরে হল মেগা দলবদল। লোকসভা ভোটের পর বিক্ষিপ্তভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান চললেও, প্রথমবার এক ধাক্কায় এতজন তৃণমূলের জনপ্রতিনিধিকে ভাঙিয়ে আনল বিজেপি। বামফ্রন্ট, কংগ্রেসের ঘরেও হানা দিয়েছে গেরুয়া শিবির।

এদিন ৭ তৃণমূল বিধায়ক, ২ বাম  বিধায়ক ও এক কংগ্রেস বিধায়ক বিজেপিতে নাম লেখালেন। অমিত শাহের মেদিনীপুরের সভায় যোগ দিলেন শুভেন্দু অধিকারী, বনশ্রী মাইতি, বিশ্বজিৎ‍ কুণ্ডু, সুকরা মুণ্ডা, সৈকত পাঁজা, শীলভদ্র দত্ত, দীপালি বিশ্বাস, তাপসী মণ্ডল, অশোক দিন্দা ও সুদীপ মুখোপাধ্যায়। শুধু বিধায়ক নয়, বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল, প্রাক্তন তৃণমূল সাংসদ দশরথ তিরকে, প্রাক্তন বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, পুরশুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক পারভেজ রহমান ও গঙ্গারামপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বিজেপিতে যোগ দিয়েছেন। একুশের ভোটের আগে তৃণমূল  ফাঁকা হয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় দলে একা রয়ে যাবেন বলে হুঙ্কার দিয়েছেন অমিত শাহ।

তবে এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ  কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ক্ষ্যাপা ষাঁড়ের দলে অনেকে ঢুকেছে, কিস্যু হবে না। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমেরও দাবি, সবাই মমতাকে দেখে ভোট দেয়, তিনিও যদি দল ছেড়ে চলে যান, কোনও ক্ষতি হবে না। বামেরা আবার কটাক্ষের সুরে বলছে, দুর্নীতি লুকোতেই এই দলবদলের খেলা।

২০১৬-র বিধানসভা ভোটে মাত্র ৩টি আসনে জেতে বিজেপি। তবে লোকসভা নির্বাচনে ১৮টি কেন্দ্রে জেতে তারা। লোকসভা ভোটের নিরিখে ১২১টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে গেরুয়া শিবির। লোকসভা ভোটের সময় উপনির্বাচনে আরও ৪টি বিধানসভা আসনে জিতে সাতে পৌঁছয় তারা। লোকসভা ভোটের পর আরও ৮ তৃণমূল ও এক বাম বিধায়ক যোগ দেন বিজেপিতে। পরে উপনির্বাচনে একটি আসন হারায় বিজেপি, এক বিধায়ক তৃণমূলে ফেরেন। এবার তৃণমূল ও বাম-কংগ্রেসের ১০ বিধায়কের যোগদান।