নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাসই শেষ নয়, ভবিষ্যতে আরও অতিমারীর হুঁশিয়ারি শুনিয়ে সেজন্য আরও ভাল প্রস্তুতি নেওয়ার কথা বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান টেড্রস আধানম ঘেব্রেইয়েসুস। তার মোকাবিলায় সব দেশকেই জনস্বাস্থ্যের পিছনে আরও বেশি অর্থ খরচ করার পরামর্শ দিয়েছেন তিনি। জেনেভায় সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, এটাই কিন্তু শেষ অতিমারী হবে না। ইতিহাসে দেখা গিয়েছে, অতিমারী, বড় আকারে রোগের প্রাদুর্ভাব মানব জীবনের স্বাভাবিক ব্যাপার। কিন্তু পরের অতিমারী হানা দেওয়ার আগে যেন গোটা দুনিয়া সেজন্য তৈরি থাকে, এখন যতটা, তার চেয়ে বেশি। সোমবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আগামীকাল আন্তর্জাতিক স্বাস্থ্য সংক্রান্ত নিয়ন্ত্রণবিধির রিভিউ কমিটি তার কাজ শুরু করবে। বিশ্ব স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক স্বাস্থ্য রেগুলেশন হল সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি আইনি হাতিয়ার। এখনও পর্যন্ত এই অতিমারীতে আন্তর্জাতিক স্বাস্থ্য সংক্রান্ত নিয়মবিধির ভূমিকা মূল্যায়ন করে দেখবে রিভিউ কমিটি। যদি কোনও বদল করা প্রয়োজন মনে করে, তার সুপারিশ করবে। টেড্রস আরও বলেন, জরুরি কমিটি ডাকার বিষয়টি খতিয়ে দেখা হবে, আন্তর্জাতিক স্তরে জনস্বাস্থ্য বিষয়ক জরুরি পরিস্থিতি ঘোষণা, আগের আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক রেগুলেশন রিভিউ কমিটিগুলির সুপারিশগুলি বাস্তবায়নে কতদূর অগ্রগতি হয়েছে, তাও দেখা হবে। তিনি জানান, গোটা দুনিয়ায় করোনাভাইরাস ছড়ানোয় আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক নিয়ন্ত্রণ বা রেগুলেশনের ভূমিকার বিচার করতে হু যে রিভিড কমিটি তৈরি করেছে, তাদের কাজ মঙ্গলবার শুরু হতে চলেছে। এর মধ্যেই ভারত বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি করোনাভাইরাস সংক্রমিত দেশ হয়ে উঠেছে। ভারতে সংক্রমিতে সংখ্যা ৪২ লক্ষ ছাড়িয়েছে, মৃত ৭২৭৭৫ জন।