নয়াদিল্লি: ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের করোনা প্রতিরোধে ব্যবহার আপাতত বন্ধ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। হু ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেয়েসাস এ কথা জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের তাবড় নেতারা করোনা প্রতিরোধে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের পক্ষে সওয়াল করে চলেছেন। কিন্তু টেড্রস বলেছেন, হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এক্সিকিউটিভ গ্রুপ। এই ওষুধের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি ডেটা সেফটি মনিটরিং বোর্ড খতিয়ে দেখছে। তবে অন্যান্য ওষুধের পরীক্ষানিরীক্ষা যেমন চলছে, তেমনই চলবে।
তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, করোনা যাতে না হয় তা নিশ্চিত করতে এই ওষুধ ব্যবহারের পরামর্শ দিচ্ছে তারা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর একটি সংশোধিত নির্দেশিকা জারি করেছে, তাকে যে সব স্বাস্থ্যকর্মীর মধ্যে এখনও করোনার লক্ষণ ফুটে ওঠেনি, তাঁদের হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুরোধ করা হয়েছে। কিন্তু নিরাপত্তার কারণে করোনা চিকিৎসায় এই ওষুধের ব্যবহার আপাতত বন্ধ রাখার পক্ষপাতী হু। তাদের এই সিদ্ধান্তের কারণ সম্ভবত নতুন একটি গবেষণা থেকে উঠে আসা সিদ্ধান্ত, যাতে বলা হয়েছে, হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করলে হৃদরোগের আশঙ্কা বাড়ে, মৃত্যু পর্যন্ত বিচিত্র নয়।
হু-র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেছেন, এই ওষুধের নিরাপত্তা ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে আরও প্রমাণ জোগাড় করা জরুরি। যদি এটা নিরাপদ হয়, রোগ সারাতে সক্ষম হয়, মৃত্যুহার কমায়, হাসপাতাল থেকে তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করে, তবে ব্যবহারে আপত্তি নেই। আবার বিজ্ঞানী মনদীপ আর মেহরা দাবি করেছেন, হাইড্রক্সিক্লোরোকুইনই হোক বা ক্লোরোকুইন- ম্যালেরিয়া প্রতিরোধী এই সব ওষুধ করোনা রোগীদের কোনও উপকারেই আসে না।
হু সম্ভবত আগামী ২-১ সপ্তাহের মধ্যেই হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে।
ভারতে ব্যবহার বাড়লেও করোনার ওষুধ হিসেবে হাইড্রক্সিক্লোরোকুইন পরীক্ষা সাময়িক বন্ধ রাখল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 May 2020 10:05 AM (IST)
হু সম্ভবত আগামী ২-১ সপ্তাহের মধ্যেই হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -