নয়াদিল্লি: বেসরকারি হাসপাতালগুলিকে বিনা পয়সায় বা ন্যূনতম মূল্যে জমির ব্য়বস্থা করে দেয় সরকার, তবে কেন তারা কোভিড-১৯ রোগীদের নিখরচায় চিকিত্সা করবে না? বলল সুপ্রিম কোর্ট। বেসরকারি হাসপাতালগুলিকে নোভেল করোনাভাইরাস সংক্রমিতদের চিকিত্সা করাতে দায়বদ্ধ করার ক্ষেত্রে কোনও বাধা আছে কিনা, কেন্দ্রের কাছে এটাও জানতে চেয়েছে শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ, যার নেতৃত্বে আছেন দেশের প্রধান বিচারপতি এস এ বোবদে।
তিনি আজ বেসরকারি হাসপাতালগুলি কোভিড-১৯ চিকিত্সা বাবদ যে চার্জ নিচ্ছে, তা নিয়ন্ত্রণের ব্যাপারে একটি পিটিশনের শুনানি করছিলেন। কেন্দ্রের প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহতাকে তিনি বলেন, ওদের বিনা পয়সায় বা জলের দরে জমি দেওয়া হয়েছে। এই বেসরকারি সেবামূলক হাসপাতালগুলির নিখরচায় চিকিত্সা করা উচিত।
দানধ্যান, সেবা করে, এই মাপকাঠিতে জমি পেয়েছে, এমন বেসরকারি হাসপাতালগুলিকে চিহ্নিত করে এক সপ্তাহ পর সরকারের অভিমত জানাতে মেহতাকে বলেছে বেঞ্চ। বেঞ্চের অভিমত, এমন হাসপাতালগুলিকে শনাক্ত করে আমাদের বলুন। শুধু এই মাপকাঠিতেই ওদের চিকিত্সা দেওয়া উচিত।
আবেদনকারী জনৈক সচিন জৈন পিটিশনে জানিয়েছেন, এটা দুঃখজনক যে, বেসরকারি হাসপাতালগুলি জাতীয় স্তরে অতিমারী পরিস্থিতির ফায়দা তুলে মুনাফা করার চেষ্টা করছে। সুতরাং একটা আইন থাকা উচিত। চিকিত্সায় কোনও সার্জারির প্রয়োজন না হলেও বেসরকারি হাসপাতালগুলি কোভিড-১৯ রোগীদের ১০-১২ লক্ষ টাকা বিল করছে বলে অভিযোগ করেছেন তিনি।
সর্বোচ্চ আদালত শেষ শুনানির দিন বিষয়টিতে কেন্দ্রের বক্তব্য জানতে চেয়ে শুনানি স্থগিত করে দিয়েছিল। তবে জৈন দ্রুত শুনানির আবেদন করেন। আদালত বেসরকারি হাসপাতালগুলিতে বিনা পয়সায় চিকিত্সার ব্যাপারে তাদের বক্তব্য জানতে চাওয়ার সিদ্ধান্ত নেয়।
বিনামূল্যে বা কম দামে জমি পায়, তবে কেন কোভিড-১৯ রোগীদের নিখরচায় চিকিত্সা করবে না বেসরকারি হাসপাতাল, প্রশ্ন সুপ্রিম কোর্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 May 2020 05:26 PM (IST)
আবেদনকারী জনৈক সচিন জৈন পিটিশনে জানিয়েছেন, এটা দুঃখজনক যে, বেসরকারি হাসপাতালগুলি জাতীয় স্তরে অতিমারী পরিস্থিতির ফায়দা তুলে মুনাফা করার চেষ্টা করছে। সুতরাং একটা আইন থাকা উচিত।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -