গুগল বলেছে, সাম্প্রতিককালে এমন বেশ কিছু অ্যাপ তারা সরিয়েছে যেগুলি তাদের নীতি লঙ্ঘন করছে বলে তাদের ধারণা। ভারতের বেশ কিছু অ্যাপ সরানো হয়েছে, সে ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করা জরুরি বলে মনে করছে তারা। যদিও রিমুভ চায়না ও মিত্রোঁ অ্যাপ ঠিক কী নীতি ভেঙেছে তা তারা স্পষ্ট করেনি।
রিমুভ চায়না অ্যাপ অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে চিনা গেমিং অ্যাপ ও অন্যান্য সফটওয়্যার হঠানোর কাজ করে। মিত্রোঁ অ্যাপ টিকটক ধরনের অ্যাপ হিসেবে বাজারে এসেছে। যদিও প্লে স্টোর থেকে সরানোর আগে ভারতে এই দুই অ্যাপ কয়েক লাখবার ডাউনলোড হয়েছে।
গুগল প্লে-র উপাধ্যক্ষ সমীর সামন্ত বলেছেন, যদি কোনও অ্যাপ অন্য অ্যাপ হঠানোর কাজ করে তখন এ ধরনের কাজ প্রশ্রয় দেয় তারা। গুগল এ ধরনের অ্যাপ ডেভেলপার ও ইউজারদের উপকারে লাগে বলে মনে করে না। তাই নীতিলঙ্ঘনের জেরে এই অ্যাপ তারা প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে।