ইসলামাবাদ: নোভেল করোনাভাইরাস অতিমারীর চেহারা নেওয়ায় তা মোকাবিলার কৌশল বের করতে সার্কভুক্ত দেশগুলিকে নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতামত বিনিময়ের যে প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তান তাতে সামিল হবে বলে জানালেন পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র আইসা ফারুকি। তিনি ট্যুইট করেছেন, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা জফর মির্জাকে ভিডিও কনফারেন্সিংয়ের সময় পাওয়া যাবে। করোনাভাইরাস রুখতে বিশ্বব্যাপী ও স্থানীয় স্তরে সঙ্ঘবদ্ধ প্রয়াস থাকা দরকার বলে মন্তব্য করেছেন তিনি।


গতকাল মোদি ট্যুইটে বিশ্বব্যাপী ৫ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া করোনাভাইরাস রুখতে সার্ক নেতাদের নিয়ে শক্তিশালী যৌথ স্ট্র্যাটেজি নির্ধারণে ভিডিও কনফারেন্সিংয়ের প্রস্তাব দেন। বলেন, আমাদের নাগরিকদের সুস্থ, নিরাপদ রাখতে কী করা যায়, তা নিয়ে আমরা ভিডিও কনফারেন্সিংয়ে নিজেরা কথা বলতে পারি। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মলদ্বীপ সহ সার্ক দেশগুলির নেতারা তাঁর প্রস্তাবে সাড়া দিয়েছেন। এবার রাজি হল পাকিস্তানও।