কোথাও চলে গিয়েছে বিদ্যুৎ। গাছ পালা, জনবসতি, থেকে রাজপথ , কোথায় কী ! সবটাই তো তুষার চাদরে ঢাকা। প্রবল তুষারঝ়ড়ে বিপর্যস্ত পূর্ব ও মধ্য আমেরিকা। ভয়াবহ ঠান্ডায় বেসামাল হয়েছে জনজীবন। বিগত এক দশকে এমন ভয়ঙ্কর তুষারপাত দেখেনি মার্কিনমুলুক। কোথাও কোথাও তাপমাত্রা নেমেছে মাইনাস ১৮ ডিগ্রিতে। তুষার ঝড়ে গিয়েছে অনেকের প্রাণ, কোটি কোটি মানুষ ঘরবন্দি । তীব্র তুষারঝড়ে আমেরিকায় স্বাভাবিক জীবন কার্যত থেমে গিয়েছে। ‘স্টর্ম ব্লেয়ার’ নামের ভয়ঙ্কর তুষারঝড়ের বলি হয়েছেন ৫ নাগরিক।
তুষারঝড়ের কারণে বাড়িতে আটকে পড়েছেন ৬ কোটি মানুষ । একটানা চলছে তুষারপাত, সঙ্গে বইছে প্রবল বাতাস। তাপমাত্রা হ্রাসের জন্য আমেরিকার বড় অংশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভার্জিনিয়া হয়ে পড়েছে বিদ্যুৎহীন। অন্ধকারে প্রায় দুই লাখ মানুষ। বৈদ্যুতিক ইউটিলিটি ট্র্যাকিং ওয়েবসাইট PowerOutage.us অনুসারে, কেনটাকি, ইন্ডিয়ানা, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, ইলিনয়, মিসৌরি এবং উত্তর ক্যারোলিনার বিরাট অংশ অন্ধকার হয়ে পড়ে।
অনেক বিমানবন্দরের রানওয়েই বরফের পুরু স্তরে ঢাকা। বাতিল করা হয়েছে ২৪০০ টি বিমান। প্রায় হাজার হাজার বিমান উড়েছে দেরিতে। রেল পরিষেবারও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। হাড় কাঁপানো ঠান্ডায় বাড়ির বাইরে বেরনোর কথাই ভাবতে পারছেন না বেশিরভাগ মানুষ।
রাস্তা ডুবেছে ১৮ ইঞ্চিরও বেশি পুরু বরফের স্তরে। তাই বন্ধ হয়ে গিয়েছে বেশিরভাগ রাস্তাই। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, তুষারঝড়ের কারণে অনেক এলাকার তাপমাত্রা নেমেছএ সর্বনিম্ন মাইনাস ১৮ ডিগ্রিতে । আবহাওয়া দফতরের কড়া নির্দেশ, এই পরিস্থিতিতে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে নয় !
জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে অনেকগুলি প্রদেশেই। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে মেরিল্যান্ড, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, কানসাস, মিসৌরি, কেনটাকি এবং আরকানসাসে । এমনকি ফ্লোরিডা, যেখানে তাপমাত্রা বেশ উষ্ণই থাকে, সেখানেও হিমাঙ্কে নামতে পারে পারদ। জনগণকে সতর্ক করা হচ্ছে প্রতিনিয়ত। এই তুষারঝড়ের ফলে যুক্তরাষ্ট্রে বিপর্যস্ত প্রায় ৬ কোটি মানুষের জীবন। দেশের উত্তর-পশ্চিমে রকি পর্বতমালার মন্টানা থেকে মেরিল্যান্ড, ডেলাওয়্যার এবং ভার্জিনিয়া উপকূলীয় রাজ্যগুলিতে পরিস্থিতি ভয়াবহ। বিবিসিকে সূত্রে খবর, কয়েকটি এলাকায় গত এক দশকে এমন তুষারপাত হয়নি। আবহবিদ ড্যান ডিপডউইন বিবিসিকে জানিয়েছেন, ২০১১ সালের পরে এমন শীতল জানুয়ারি দেখা যায়নি।
আরও পড়ুন : গায়ক চরণ দাসের জেল যাত্রা টেনে কোর্টে ধমক খেলেন কুন্তল ! নিয়োগ দুর্নীতিতে ৫২ জনের বিরুদ্ধে চার্জ গঠন