কলকাতা: রাজ্যে দেখা দিয়েছে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। দক্ষিণবঙ্গের কিছু জেলায় কনকনে ঠান্ডা পড়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিংয়ের কালিম্পঙে যেখানে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখানে পশ্চিম বর্ধমানের পানাগড়ে তাপমাত্রা নেমে এসেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে।

কলকাতায় তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নীচে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টা শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে রাজ্যে। বড়দিন পর্যন্ত জাঁকিয়ে শীত থাকবে বলেই অনুমান করছেন আবহবিদরা।