কলকাতা: ভাঙা হচ্ছে টালা ব্রিজ। এরই মধ্যে সামনের মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তাই উত্তর ও দক্ষিণ কলকাতার পরীক্ষার্থীদের কথা ভেবে বাস রুট নির্দিষ্ট করে দিচ্ছে প্রশাসন। উত্তর কলকাতা ও শহরতলির যে সমস্ত স্কুলে মাধ্যমিকের সিট পড়েছে, সেই সমস্ত স্কুলে যাতায়াতের জন্য নির্দিষ্ট করা হয়েছে ৬টি রুটকে। পুলিশের আশ্বাস, পরীক্ষা দিতে যাওয়ার পথে মাধ্যমিক পড়ুয়াদের যাতে কোনও সমস্যার মধ্যে পড়তে না হয়, তার জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। রাস্তায় কোনও সমস্যায় পড়লে যোগাযোগ করতে পারেন ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমে। নম্বরগুলি হল - ১০৭৩/৯৮৩৬৯৮৪৮১৪/০৩৩-২২৫০৫০৯৬/০৩৩-২২১৪৩৬৪৪
বন্ধ টালা ব্রিজ, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিকল্প বাস রুট, টোল-ফ্রি নম্বর প্রকাশ প্রশাসনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Feb 2020 08:14 AM (IST)
সামনের মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -