আমদাবাদ: একেই বোধ হয় বলে ঘরে বাইরে অদ্বিতীয়া। পেশা ও মাতৃত্ব দুইয়ের মধ্যে ভারসাম্য রেখে কীভাবে এগিয়ে যেতে হয়, তা দেখালেন গুজরাতের এক মহিলা পুলিশ কর্মী। আজ ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগে শহরকে মুড়ে ফেলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তায়।
বরোদার গরুয়া পুলিশ স্টেশনের কনস্টেবল সঙ্গীতা পারমার কাজ করতে এলেন ১ বছরের সন্তানকে কোলে নিয়ে।
ছোট্ট সন্তান। এখনও মাতৃদুগ্ধ পান করাতে হয় তাকে। তাই ছায়ার হাতে তৈরি দোলনায় বাচ্চাকে শুইয়ে রেখেই কাজ করছেন তিনি।
আত্মীয়রা থাকেন তাঁর কর্মস্থল থেকে ২৪ কিলোমিটার দূরে। এদিকে বাচ্চাকে স্তনপানও করাতে হয়। তাই বাড়িতে বাচ্চাকে রেখে আসাও অসম্ভব।
এভাবে কাজের জায়গায় বাচ্চাকে এনে কি খারাপ লাগছে? তাঁর জবাব, না, বরং কাজ ও সন্তানপালন দুটো একসঙ্গে করতে পেরে বেশ ভালই লাগছে। সেই সঙ্গে দায়িত্বপালনের পরিতৃপ্তি তো আছেই।
দেশে ট্রাম্প, দায়িত্বপালন করতে ১ বছরের শিশুকে নিয়ে কাজে এলেন গুজরাতের মহিলা পুলিশকর্মী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Feb 2020 04:37 PM (IST)
বরোদার গরুয়া পুলিশ স্টেশনের কনস্টেবল সঙ্গীতা পারমার কাজ করতে এলেন ১ বছরের সন্তানকে কোলে নিয়ে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -