কলকাতা: ৫ অগাস্ট জন্মেছে ছেলে। মা নাম রেখেছেন আকাশ। অর্থাৎ কিনা স্কাই। পুরো নাম স্কাই আইরন হিকস। সে মাঝ আকাশে জন্মেছে যে।
আমেরিকার আলাস্কায় ঘটেছে এই ঘটনা। মা ক্রিস্টাল হিকস থাকেন গ্লেন্নালেন এলাকার একটি ছোট পাড়ায়। ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা ক্রিস্টালের ৫ তারিখ প্রসব বেদনা ওঠে। বিমান ধরে তিনি রওনা দেন অ্যাঙ্করেজ এলাকার একটি হাসপাতালের দিকে। বিমানে ওঠার ঘণ্টাখানেকের মধ্যে স্থানীয় সময় রাত একটা নাগাদ আকাশেই ছেলে হয় তাঁর।
মা-ছেলে সুস্থ অবস্থায় হাসপাতালে পৌঁছে যান। নির্দিষ্ট সময়ের এক মাস আগে জন্ম হওয়ায় স্কাইকে রাখা হয় ব্রিদিং মেশিনে। আশা করা হচ্ছে, সামনের সপ্তাহে তাকে ছেড়ে দেওয়া হবে।
ক্রিস্টাল জানিয়েছেন, ছেলের বার্থ সার্টিফিকেট পেতে একটু সমস্যা হয়, কারণ সে জন্মেছে মাটি থেকে ১৮,০০০ ফুট ওপরে। জন্মের জায়গা হিসেবে তিনি শুধু লিখেছেন অ্যাঙ্করেজ, আকাশ বা বিমান নয়।
স্কাই ক্রিস্টালের চতুর্থ সন্তান। আরও তিনটি ছেলেমেয়ে আছে তাঁর, তাদের বয়স ৩, ৯ ও ১১।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
১৮,০০০ ফুট উঁচুতে ছেলের জন্ম দিলেন মহিলা, নাম রাখলেন স্কাই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Aug 2020 01:43 PM (IST)
স্কাই ক্রিস্টালের চতুর্থ সন্তান। আরও তিনটি ছেলেমেয়ে আছে তাঁর, তাদের বয়স ৩, ৯ ও ১১।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -