তিরুঅনন্তপুরম: ২০১০ সালে এক বাসযাত্রায় নিজের ডান হাত খুইয়ে দুর্ঘটনা থেকে এক সিআইএসএফ জওয়ানের প্রাণ বাঁচিয়ে তাঁকে ভালবেসে ফেলেছিলেন, পরে তাঁকে বিয়েও করেন ছত্তিশগড়ের মেয়ে ৩০ বছরের জ্যোতি। সেই জ্যোতিকে অনুপ্রেরণা হিসাবে তুলে ধরে কেরলের স্থানীয় পুরভোটে প্রার্থী করেছে বিজেপি। ১০ ডিসেম্বর ভোট।



২০১০ এর ৩ জানুয়ারির সেই ঘটনা ঘুরিয়ে দিয়েছিল জ্যোতির জীবনের পথ। এখন মালয়ালমে চোস্ত জ্য়োতি জানিয়েছেন, কলেজ হস্টেল থেকে বাসে ফিরছিলেন তিনি। সামনের আসনে বসেছিলেন আধাসামরিক বাহিনীর জওয়ান বিকাশ, যিনি ভাইয়ের সঙ্গে দেখা করে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ার ক্যাম্পে ফিরছিলেন। বাসের ঝাঁকুনিতে একসময় জানালার গরাদে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলেন বিকাশ। আচমকা জ্যোতির নজরে আসে, তাঁদের বাসের দিকে তীব্র গতিতে ছুটে আসছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একটি ট্রাক। সেটি ধাক্কা মারার আগে পিছনের সিট থেকে উঠে বিকাশের মাথাটা জানালার গরাদ থেকে সরিয়ে দেন জ্যোতি। কিন্তু তাঁর ডান হাতটি বিচ্ছিন্ন হয়ে যায়। তবে দুজনের দুটো মন সেই ঘটনায় এক হয়ে যায়।
ছত্তিশগড়ে বাড়ির লোকজনের কাছে এ ঘটনায় তিরস্কৃত হন জ্যোতি। মাঝপথে বন্ধ হয়ে যায় বিএসসি নার্সিং কোর্সের পড়াশোনাও। কিন্তু দমে না গিয়ে পরের বছর কেরল চলে যান, বিকাশকে বিয়ে করেন জ্যোতি। ছেলের জীবন বাঁচানো মেয়েকে সাদরে গৃহবধূর মর্যাদা দিয়ে গ্রহণ করে বিকাশের পরিবার।
কেরলে তীব্র রাজনৈতিক বিবাদের কেন্দ্রবিন্দু পালাক্কাড়ের কোল্লানগোড়ে ব্লকের পালাথুল্লি ডিভিশনের বিজেপি প্রার্থী জ্যোতির দাবি, স্থানীয় মানুষজনের থেকে ভাল সাড়া পাচ্ছেন তিনি। আবেগাপ্লুত জ্য়োতির কথায়, আমার প্রতি ওঁদের স্নেহ, ভালবাসার ঢল দেখছি। ওঁরা আমায় ভোট দিন বা না দিন, সেটা গৌণ বিষয়।
তাঁকে বিজেপির টিকিট দেবে, এটা অপ্রত্যাশিত ছিল বলে জানিয়ে জ্য়োতি বলেছেন, নরেন্দ্র মোদির রাজনীতি আমায় আকৃষ্ট করেছে। ওরা যখন প্রার্থী করতে চেয়ে আমার কাছে আসে, আমি সম্মতি দিই। স্বামী, শ্বশুরবাড়ির সবার পূর্ণ সমর্থন পাচ্ছি।
জ্য়োতির কাহিনি খুবই অনুপ্রেরণাদায়ী, তাকে পালাক্কাড়ের ভোট রাজনীতিতে কাজে লাগিয়ে ভাল ফল করতে চাইছে বিজেপি। দলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের কথায়, দুর্ঘটনা থেকে এক জওয়ানের জীবন বাঁচাতে গিয়ে ডানহাত বাদ পড়েছে ওর। এখন ও কেরলের কন্যা।
জেলার বিভিন্ন স্থানীয় ভোটে প্রায় ১৭০০ বিজেপি প্রার্থী জ্যোতিকে প্রার্থী হতে দেখে মানসিক ভাবে দারুণ চাঙ্গা হয়ে উঠেছেন বলে জানিয়েছেন তিনি।