বেতন পছন্দ হচ্ছে না, কর্নাটকের আইফোন তৈরি কারখানা ভাঙচুর করল কর্মীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Dec 2020 11:10 AM (IST)
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃদু লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়।
বেঙ্গালুরু: তাইওয়ানের প্রযুক্তি সংস্থা উইস্ট্রন কর্পোরেশনের কর্নাটকের অফিসে ভাঙচুর চালালেন জনাকয়েক কর্মী। বেতন পছন্দ না হওয়ায় আজ সকালে তাঁরা এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ। কর্নাটক সরকার এই ঘটনার তীব্র নিন্দা করেছে, এই ঘটনায় ৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উইস্ট্রন কর্পোরেশন আইফোন ৭, লেনোভো, মাইক্রোসফটের আইটি প্রডাক্ট তৈরি করে। বেঙ্গালুরুর ৫০ কিলোমিটার পূর্বে কোলার জেলার নরসাপুরায় এই কারখানার কর্মীরা আজ সকালে আচমকা অশান্তি শুরু করেন। তাঁদের অভিযোগ, বেতন নিয়ে বেশ কয়েক মাস তাঁদের ঝুলিয়ে রাখা হয়েছে। ম্যানেজমেন্টের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে তাঁরা অফিসে ইটপাটকেল ছোঁড়েন, সংস্থার একটি নেম বোর্ডে আগুন ধরিয়ে দেন, একটি গাড়িতেও লাগানো হয় আগুন। এক ট্রেড ইউনিয়ন নেতার অভিযোগ, বেশিরভাগ কর্মীই এই সংস্থায় চুক্তিভিত্তিক কাজ করেন, তাঁরা নির্দিষ্ট সময়ে বেতন পান না, বহু সুযোগসুবিধেও কমিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃদু লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়। কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী সি অশ্বথনারায়ণ এই হিংসার নিন্দা করে বলেছেন, আইন কেউ হাতে নিতে পারে না। হিংসায় মেতে না উঠে এই সব সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট ফোরামে যাওয়াই হত উপযুক্ত কাজ। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, একই সঙ্গে দেখা হবে, কর্মীদের যেন ঠিকমত বেতন দেওয়া হয়, তাঁদের বকেয়া মিটিয়ে দেওয়া হয়। তাইওয়ানের উইস্ট্রন সংস্থার অংশ এই উইস্ট্রন কর্পোরেশনের নরসাপুরা কারখানায় ২,০০০-এর মত কর্মী কাজ করেন। এঁদের বড় অংশ স্থানীয় মানুষ। কর্মীদের সংখ্যা বাড়িয়ে কর্তৃপক্ষ ৮,০০০ করার কথা ভাবছে বলে শোনা যাচ্ছে।