নয়াদিল্লি: পৃথিবীর তৃতীয় সবচেয়ে দূষিত দেশ হিসেবে গন্য হল ভারত। বাংলাদেশ এবং পাকিস্তানের পর ভারতই সবচেয়ে দূষিত দেশ বলে জানাল World Air Quality Report 2023. পৃথিবীর ১৩৪টি দেশের মধ্যে ভারতের বাতাসের গুণমানই সবচেয়ে ক্ষতিকর বলে জানানো হয়েছে রিপোর্টে। গড় হিসেব তুলে ধরে বলা হয়েছে, ভারতের বাতাসে প্রতি কিউবিক মিটারে ৫৪.৪ মাইক্রোগ্রাম ক্ষতিকর ধূলিকণা রয়েছে। বাংলাদেশে এই ক্ষতিকর ধূলিকণার পরিমাণ যথাক্রমে ৭৯.৯ মাইক্রোগ্রাম, পাকিস্তানে ৭৩.৭ মাইক্রোগ্রাম।(India 3rd Polluted Country)


২০২২ সালের World Air Quality Report-এ ভারত দূষিত দেশের তালিকায় অষ্টম স্থানে ছিল। সেই সময় ভারতের প্রতি কিউবিক মিটার বাতাসে ক্ষতিকর ধূলিকণার পরিমাণ ৫৩.৩ মাইক্রোগ্রাম ছিল বলে জানানো হয়। কিন্তু গত এক বছরে পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে উঠে এসেছে রিপোর্টে। শুধু তাই নয়, পৃথিবীর সবচেয়ে ৫০টি দূষিত শহরের মধ্যে ৪২টিই ভারতে অবস্থিত বলে জানানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি কিউবিক মিটারে যে ৫ মাইক্রোগ্রামের মাত্রা বেঁধে দিয়েছে, ভারতের ১৩৬ কোটি জনসংখ্যাই তার চেয়ে ক্ষতিকর পরিবেশ বসবাস করছেন।  


World Air Quality Report 2023 জানিয়েছে, বিহারের বেগুসরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে দূষিত শহর। গত বছর সেখানে প্রতি কিউবিক মিটার বাতাসে ক্ষতিকর ধূলিকণার পরিমাণ ছিল ১১৮.৯ মাইক্রোগ্রাম, ২০২২ সালে যা ছিল ১৯.৭ মাইক্রোগ্রাম। ২০২২ সালের তালিকায় জায়গাই পায়নি বেগুসরাই। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অসমের গুয়াহাটি। সেখানে প্রতি কিউবিক মিটারে ক্ষতিকর ধূলিকণার পরিমাণ ১০৫.৪ মাইক্রোগ্রাম, যা গত বছর ছিল ৫১ মাইক্রোগ্রাম। দিল্লিতে প্রতি কিউবিক মিটারে বাতাসে ক্ষতিকর ধূলিকণার পরিমাণ ৯২.৭ মাইক্রোগ্রাম, গতবার যা ছিল ৮৯.১ মাইক্রোগ্রাম।দিল্লি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।


দূষিত দেশ ও শহরের তালিকা


আরও পড়ুন: SC on CAA: CAA নিয়ে কেন্দ্রের জবাব তলব, তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ


তালিকায় চতুর্থ স্থানে রয়েছে লাহৌর (৯৯.৫), পঞ্চম স্থানে সিওয়ান (৯০.৬), ষষ্ঠ স্থানে সহর্ষ (৮৯.৪), সপ্তম স্থানে গোঁসাইগাওঁ (৮৯.৩), অষ্টম স্থানে কাটিহার (৮৮.৮), নবম স্থানে গ্রেটার নয়ডা (৮৮.৬), দশম স্থানে বেতিয়া (৮৫.৭), একাদশ স্থানে সমস্তিপুর (৮৫.৩), দ্বাদশ স্থানে মুজফ্ফরনগর (৮৫.০), গুরুগ্রাম ত্রয়োদশ স্থানে (৮৪.০), চতুর্দশতম স্থানে আরা (৮৩,৬), পঞ্চদশ স্থানে দাদরি (৮৩.৬)।


এর পাশাপাশি, তালিকায় ভারতের আর যে সমস্ত শহর জায়গা করে নিয়েছে, সেগুলি হল, গ্রেটার নয়ডা (১১), মুজফ্ফরনগর (১৬), গুরুগ্রাম (১৭), আরা (১৮), দাদরি (১৯), পটনা (২০), ফরিদাবাদ (২৫), নয়ডা (১৬), মেরঠ (২৮), গাজিয়াবাদ (৩৫) এবং রোহতক (৪৭)। ১৩৪ দেশের ৭ হাজার ৮১২টি জায়গা থেকে প্রাপ্ত, ৩০ হাজারের বেশি বাতাসের গুণমান নির্ধারক সংস্থার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ওই রিপোর্ট তৈরি করা হয়েছে।