নয়াদিল্লি: অরকুট থেকে ফেসবুক। টেকনোলজির আকাশছোঁয়া বারবারন্ত বর্তমানে পাসওয়ার্ডসর্বস্ব জীবনেই অভ্যস্থ সকলেই। তবে পাসওয়ার্ড নিয়ে হামেশাই সমস্যায় পড়তে হয় সকলকে। স্ট্রং পাসওয়ার্ড তৈরিতে কত যে কসরত করতে হয় তা কেবল জানে ইউজারই। লোয়ার, আপার, স্পেশাল ক্যারেক্টার সবমিলিয়ে  শক্তপোক্ত পাসওয়ার্ড বাছতে বেজায় ঝক্কি। ভাল থাকার পাসওয়ার্ড জানা না থাকলেও, স্য়োশাল মিডিয়ায় একটা শক্তপোক্ত পাসওয়ার্ডের গুরুত্ব এখন সবাই জানেন। 


সাইবারের ক্রাইমের রমরমার যুগে তথ্যচুরি নতুন কিছু নয়। আর দুর্বল পাসওয়ার্ড মানে এ ঝুঁকি আরও বহুগুণ বেড়ে যাওয়া। দুর্বল পাসওয়ার্ডে ব্যক্তিগত তথ্য জনগণের সামনে বেআব্রু হওয়ার আশঙ্কা পৌঁছয় চরমে। আজ বিশ্বপাসওয়ার্ড দিবস। এদিন সে বিষয়েই সচেতন করল গুগল ইন্ডিয়া। ১২৩৪৫৬ লিখে দিলেই যে সেটা পাসওয়ার্ড নয় সে কথাই মূলত মনে করানো হয়েছে। এ দিন ট্যুইটারে একটি পোস্ট করা হয়েছে গুগল ইন্ডিয়ার তরফে। সেখানেই বলা হয়েছে একথা। 


 






বন্ধ হচ্ছে ইউটিউব গো: অনলাইন নয়, অফলাইন ভিডিও পরিষেবার জন্য বিশেষভাবে তৈরি ইউটিউব গো-এর (YouTube Go) দরজা চিরতরে বন্ধ করতে চলেছে জনপ্রিয় এই ভিডিও-স্ট্রিমিং প্ল্যাটফর্ম। তবে এখনই নয়। আরও মাস দুয়েক পাওয়া যাবে এই পরিষেবা। সংস্থার তরফে জানানো হয়েছে, অগাস্টের শুরু থেকে ইউটিউব গো-কে আর পাবেন না ব্যবহারকারীরা।   


অফলাইনে সেভ করে পরে ভিডিও দেখতে গ্রাহকদের সাহায্য করে ইউডিউব গো  (YouTube Go)। ভিডিওর গুণগত মান এবং ডাউনলোডের সময় ফাইল সাইজ দেখে নিতে পারেন গ্রাহক। এছাড়া আরও একটু সুবিধা রয়েছে। সুবিধেমতো পছন্দের লোকজনের সঙ্গে স্থানীয়ভাবে শেয়ার করা যায় কনটেন্ট। কোনওরকম ডেটা খরচ ছাড়াই।