ওয়াশিংটন:চলতি মাসে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরফলে ফোরামের অবকাশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা উজ্জ্বল হল বলে মনে করা হচ্ছে।
গত ১৮ বছরে এই প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট এই বার্ষিক ফোরামে যোগ দিচ্ছেন। হোয়াইট হাউসের প্রেস সচিব সারা স্যান্ডার্স জানিয়েছেন, বিশ্বের নেতাদের সঙ্গে তাঁর 'আমেরিকা প্রথম' নীতি এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগকে স্বাগত জানাচ্ছেন প্রেসিডেন্ট। আমেরিকার ব্যবসা,আমেরিকার শিল্প ও মার্কিন কর্মীদের শক্তিশালী করে তোলার নীতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন ট্রাম্প।

দ্বিপাক্ষিক বৈঠক সহ ট্রাম্পের সফরের বিস্তারিত তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন স্যান্ডার্স।
স্যান্ডার্স জানিয়েছেন, আমেরিকার ব্যবসাবাণিজ্য ও মার্কিন কর্মীদের স্বার্থ বজায় রাখার নীতিতেই প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্প। এই নীতিই তিনি আমেরিকা ও অন্যত্র অনুসরণ করেন।
চলতি মাসের শেষের দিকে সুইত্জারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বৈঠক হবে। মোদী আগামী ২২ জানুয়ারি দুদিনের সফরে সুইতজারল্যান্ডে যাবেন। সেখানে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের প্লেনারি অধিবেশনে ভাষণ দেবেন।
১৯৯৭-এর পর এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী দাভোস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এই সম্মেলনের অবকাশেই মোদীর সঙ্গে ট্রাম্পের বৈঠক হতে পারে।