প্যারিস: আগুনে পুড়ে যাওয়া ঐতিহাসিক নোত্র দাম গির্জা সংস্কারের জন্য তহবিলে সারা বিশ্ব থেকে আর্থিক সাহায্য আসছে। ইতিমধ্যেই ১০০ কোটি মার্কিন ডলারেরও বেশি জমা পড়েছে তহবিলে। পাশাপাশি ইউনেস্কোর বিশেষজ্ঞরাও এই গির্জা পুননির্মাণে সাহায্য করার কথা জানিয়েছেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকর পাঁচ বছরের মধ্যে নোত্র দাম গির্জা পুননির্মাণের কথা ঘোষণা করেছেন। আজ ফরাসি মন্ত্রিসভা বিশেষ বৈঠকে বসে। গির্জা সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে। আজ সকালে বিশাল একটি ক্রেন এনে কাজ শুরু করেছেন নির্মাণ বিশেষজ্ঞরা। দমকল বিভাগের আধিকারিকরা এখনও গির্জার মধ্যে কোথাও আগুন জ্বলছে কি না খতিয়ে দেখছেন।
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের ডিরেক্টর মেশিল্ড রসলার গতকাল নোত্র দাম পরিদর্শন করেন। তিনি জানিয়েছেন, গির্জাটির ছাদের দুই-তৃতীয়াংশ পুড়ে গিয়েছে। তাঁরা সংস্কারে সাহায্য করার জন্য তৈরি।
নোত্র দাম গির্জা পুননির্মাণের জন্য তহবিলে জমা পড়ল ১০০ কোটি মার্কিন ডলার, সাহায্যে তৈরি ইউনেস্কোর বিশেষজ্ঞরা
Web Desk, ABP Ananda
Updated at:
17 Apr 2019 03:15 PM (IST)
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকর পাঁচ বছরের মধ্যে নোত্র দাম গির্জা পুননির্মাণের কথা ঘোষণা করেছেন।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -