মিউনিখ: জার্মানিতে রেল স্টেশনে ছুরি-হামলা। মিউনিখের পূব দিকে গ্রাফিং শহরের ওই রেল স্টেশনে মঙ্গলবার ভোরে আচমকা ছুরি নিয়ে কয়েকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে এক ব্যক্তি। চারজনকে আহত করে ছুরির ঘায়ে। তাদের একজনের পরে মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

 

সরকারি কৌঁসুলির কার্যালয়ের এক মুখপাত্র বলেছেন, আনুমানিক ২৭ বছর বয়সি আক্রমণকারী অপরাধস্থলে এমন কিছু মন্তব্য করে যা থেকে হামলার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে মনে করা হচ্ছে। সম্ভবত, ইসলামি সন্ত্রাসবাদে চালিত হয়ে সে হামলা করে। স্থানীয় মিডিয়ারও দাবি, হামলাকারী যুবককে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ার সময় চিত্কার করে ‘আল্লাহু আকবর’ বলতে শোনা গিয়েছে। লোকটিকে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশের মুখপাত্র বলেছেন, হামলাকারীর রাজনৈতিক উদ্দেশ্য থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সে খুব সহযোগিতার মানসিকতাও দেখাচ্ছে না।

 

প্রসঙ্গত, গত অগাস্টে একটি অনলাইন ভিডিও ছড়িয়ে নিজেদের ইসলামিক স্টেট জেহাদি বাহিনীর সদস্য বলে দাবি করে দুজন জার্মান-ভাষী হামলার হুঁশিয়ারি দিয়েছিল। দেশের ভিতরে ‘অবিশ্বাসীদের’ ওপর হামলা চালাতে জার্মানির ‘ভাই ও বোনদের’ আহ্বান জানিয়েছিল তারা।

 

ঘটনা হল, ইসলামিক স্টেটকে রুখে দেওয়ার অভিযানে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও পাশের দুই দেশ ফ্রান্স ও বেলজিয়ামের মতো এখনও বড়সড় সন্ত্রাসবাদী হামলা হয়নি জার্মানিতে। কিন্তু এদিনের হামলার পর হয়ত স্বস্তিতে থাকার দিন শেষ অ্যাঞ্জেলা মর্কেলের দেশের।