আমেরিকায় ফের বন্দুকবাজ হানা, নির্বিচারে গুলি, মৃত অন্তত ১২
ABP Ananda, Web Desk | 01 Jun 2019 09:42 AM (IST)
ভার্জিনিয়া বিচ মিউনিসিপ্যাল কমপ্লেক্সে স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ হানা দেয় ওই ব্যক্তি। তারপরেই সহকর্মীদের ওপর শুরু করে নির্বিচারে গুলি।
ভার্জিনিয়া: আমেরিকার ভার্জিনিয়ায় এক সরকারি কর্মীর বন্দুকের গুলিতে এখনও পর্যন্ত ১২ জন প্রাণ হারিয়েছেন। আহত অন্তত ৬। মৃতদের মধ্যে ওই বন্দুকবাজও রয়েছে, পুলিশের পাল্টা গুলিতে মারা গিয়েছে সে। ভার্জিনিয়া বিচ মিউনিসিপ্যাল কমপ্লেক্সে স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ হানা দেয় ওই ব্যক্তি। তারপরেই সহকর্মীদের ওপর শুরু করে নির্বিচারে গুলি। এক জায়গায় দাঁড়িয়ে না থেকে সে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে, প্রতিটি তলায় চায়ালেত থাকে গুলি। এগুলির মধ্যে প্ল্যানিং অ্যান্ড পাবলিক ওয়ার্কস অফিস ছিল, পাশেই সিটি হল। আহতদের মধ্যে ১ পুলিশ অফিসারও রয়েছেন, বুলেটপ্রুফ গেঞ্জি তাঁর প্রাণ বাঁচিয়েছে। ভার্জিনিয়া বিচের ইতিহাসে এটাই ভয়ঙ্করতম গণহত্যা। মৃতের পরিচয় এখনও প্রকাশিত হয়নি। তবে পুলিশ জানিয়েছে, ভার্জিনিয়া বিচ পুরসভার পাবলিক ইউটিলিটি বিভাগে দীর্ঘদিনের কর্মী ছিল সে। হয়তো কোনও কারণে অসন্তোষে ভুগছিল। পুলিশ জানিয়েছে, ওই বহুতলের প্রতিটি তলায় তারা হতাহতদের খুঁজে পেয়েছে। কেন ওই বন্দুকবাজ এই কাণ্ড করল এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, আততায়ীর কাছে একটি সাইলেন্সার লাগানো .৪৫ ক্যালিবার হ্যান্ডগান ছিল, নিজের অফিসে হত্যালীলা চালানোর আগে সে অফিসের বাইরে গাড়ি চালিয়ে যাওয়া এক ব্যক্তিকে গুলি করে। স্থানীয় পুলিশের সঙ্গে এফবিআই-ও ঘটনার তদন্তে নেমেছে। জানা গিয়েছে, এ বছরে এ নিয়ে এটি আমেরিকায় ১৫০তম মাস শ্যুটিং বা জনতার ওপর গুলিবৃষ্টির ঘটনা। কোনও ঘটনায় গুলি চালনায় ৪ বা তার বেশি প্রাণহানি হলে তাকে মাস শ্যুটিং আখ্যা দেওয়া হয়।