দুবাই: ফের সোমালি জলদস্যুদের হাতে অপহৃত ভারতীয় নাবিকদের একটি দল। খবরে প্রকাশ, ১১ ভারতীয় নাবিককে অপহরণ করে জলদস্যুরা। ঘটনাটি ঘটেছে শনিবার।


ইয়েমেনের সোকোত্রা দ্বীপ ও সোমালি উপকূলের মধ্যে দিয়ে যখন ওই নৌকাটি যাচ্ছিল, তখনই ওই নাবিকদের অপহরণ করা হয়। এমনটাই জানিয়েছেন দ্রিয়াদ মেরিটাইম সংস্থার সিইও গ্রেম গিবন ব্রুকস। তিনি জানান, কাঠের ডিঙি নৌকাটি দুবাই থেকে সোমালিয়ার বোসাসোর উদ্দেশে যাচ্ছিল।


ঘটনার খবর পেয়ে নড়চড়ে বসেছে মার্কিন নৌসেনা। বাহরিন থেকে ফিফথ ফ্লিট-এর মুখপাত্র লেফটেন্যান্ট ম্যাক কনোই জানান, তাঁরা পরিস্থিতির ওপর নজর রাখছেন। মূলত, এই অঞ্চলে চোরাচালান ও পাচার মোকাবিলার দায়িত্বে রয়েছে ফিফথ ফ্লিট।