লন্ডনের ক্লাবে অ্যাসিড হামলা, জখম ১২
ABP Ananda, web desk | 17 Apr 2017 08:45 PM (IST)
লন্ডন: ইস্টারের সন্ধেয় পূর্ব লন্ডনের ভিড়ে ঠাসা একটি ক্লাবে অ্যাসিড হামলা চালাল এক দুষ্কৃতী। এই ঘটনায় ১২ জন জখম হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্কটল্যান্ড ইয়ার্ডের তদন্তকারীরা মনে করছেন, ক্লাবে দুটি গোষ্ঠীর ঝামেলার পরই এক দুষ্কৃতী দুই ব্যক্তিকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়ে। এই ঘটনার পর ওই ক্লাব থেকে কয়েশ লোকজনকে বের করা হয়। মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, অ্যাসিড হামলায় মোট বারোজনকে চিকিত্সার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁদের মধ্যে ১০ জনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসতে হয়। যে দুজনকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়া হয়েছিল, তাঁদের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল। ঘটনার তদন্ত চলছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।