লন্ডন: লন্ডনে মার্কিন দূতাবাসের আধিকারিকরা এবার সন্ত্রাস-যোগ আছে এই সন্দেহে তিন মাসের শিশুকে ডেকে জিজ্ঞাসাবাদ করল। স্বাভাবিকভাবেই শিশুটি কোনও প্রশ্নের উত্তর দিতে পারেনি, কারণ তার পক্ষে এই বয়সে কোনও কথার জবাব দেওয়া সম্ভব নয়।
একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, তিন মাসের হার্ভেকে মার্কিন দূতাবাসে ডেকে পাঠানো হয়, কারণ তার দাদু পল কেনিয়ন অভিবাসন সংক্রান্ত ফর্ম পূরণের সময় একটি ভুল করে ফেলেন। সেখানে তিনি তাড়াহুড়োয় একটি প্রশ্নে ‘হ্যাঁ’ লিখে ফেলেন। প্রশ্ন ছিল আপনি কি কখনও সন্ত্রাসমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন, বা যুক্ত হওয়ার পরিকল্পনা আছে? এই ভুলটি যে শিশুটির দাদু করে ফেলেছেন সেটা তিনি বুঝতে পারেন যখন একরত্তি হার্ভেকে মার্কিন যুক্তরাষ্ট্র যাওয়ার অনুমতি দেয় না লন্ডনের মার্কিন দূতাবাস।
এমনকি জিজ্ঞাসাবাদের জন্যে দশ ঘণ্টা রাস্তা আসতে হয় হার্ভেকে। তারপর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ৩,৭৫৬ মার্কিন ডলার খরচ করে হার্ভে ও তার পরিবার যেতে পারে অর্ল্যান্ডো। কিন্তু এই পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল কীভাবে দূতাবাস কর্মীদের মনে হল একটি তিন মাসের বাচ্চা সন্ত্রাসমূলক কার্যকলাপে যুক্ত থাকতে পারে। হার্ভের দাদুর প্রশ্ন, সত্যিই যদি কেউ সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকে, তাহলে কী কোনওভাবে তারা ওই প্রশ্নের উত্তরে হ্যাঁ লিখতে পারে? তবে এই পুরো প্রক্রিয়াটায় মারাত্মকভাবে ক্লান্ত হয়েছে ছোট্ট শিশুটি এবং রেগে গিয়ে প্রচুর ন্যাপি ভিজিয়ে ফেলেছেন, জানিয়েছেন শিশুর দাদু।
সন্ত্রাস-যোগ আছে সন্দেহে এবার তিন মাসের শিশুকে ডেকে জিজ্ঞাসাবাদ মার্কিন দূতাবাসে !
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Apr 2017 02:32 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -