ইসলামাবাদ: কুলভূষণ যাদব-বিতর্কের মধ্যেই আগামী জুনে কি বৈঠক করতে চলেছেন নরেন্দ্র মোদী ও নওয়াজ শরিফ? অন্তত এমনটাই দাবি করছে পাকিস্তানের একটি দৈনিক।
আগামী জুনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলন বসছে কাজাখস্তানের রাজধানী এস্টানায়। দেশের কূটনৈতিক মহলের সূত্রকে উদ্ধৃত করে ওই পাক দৈনিকের দাবি, ওই সম্মেলনের ফাঁকেই বৈঠকে বসবেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলি চাইছে ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে আলোচনায় বসে সব সমস্যার সমাধানসূত্র বের করুক। পাক কূটনৈতিক মহলের দাবি, এর ফলে একদিকে যেমন ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নতি হবে। অন্যদিকে, এসসিও-র মতো সংগঠনের উপকারও হবে।
প্রসঙ্গত, ২০১৫ সালে রাশিয়ার উফায় অনুষ্ঠিত এসসিও সম্মেলনের ফাঁকে একান্তে ক্ষণিক সাক্ষাত করেছিলেন মোদী ও শরিফ। পাক দৈনিকটির দাবি, এবারও তেমনটা হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এক শীর্ষ পাক আধিকারিক জানান, (মোদী-শরিফের) বৈঠক ভীষণভাবে হতেই পারে।
তবে, ভারতে একাধিক পাক-মদতপুষ্ট জঙ্গি হামলা ও হালে চরবৃত্তির অভিযোগে প্রাক্তন নৌসেনা কর্মী কুলভূষণ যাদবকে পাক সামরিক আদালত ফাঁসির হুকুম দেওয়ায় দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এরপরও মোদী-শরিফের বৈঠকের সম্ভাবনা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে। যদিও পাক আধিকারিকের দাবি, কুলভূষণ-কাণ্ডের ছায়া পড়বে না ওই বৈঠকে।