৪৩ বছর বয়সি গায়ক নিজে এই খবর তাঁর টুইটার হ্যান্ডেলের মাধ্যমে শেয়ার করেছেন। সেখানে তাঁর পারফর্মেন্সের একটি ভিডিও শেয়ার করেছেন নিজের টুইটার পেজে। এবং তাঁকে দূত হিসেবে নিয়োগ করায়, ব্রিটিশ এশিয়ান ট্রাস্টকে কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।
ব্রিটেনে গিয়ে গায়ক যুবরাজ চার্লসের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, এই সম্মানের সঙ্গে এটা আমার বাড়তি পাওয়া। আমি অভিভূত, মন্তব্য গায়কের।
স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানে গিয়ে রাহাত তাঁর কাকা নুসরত ফতে আলি খানের গাওয়া ‘তেরে বিন নহি লগতা দিল মেরা’ গানটি গান। ২০০৭ সালে প্রিন্স অফ ওয়েলস এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।