ওয়াশিংটন: ফের রাশিয়া-মার্কিন সংঘাত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে সাইবারহানা চালানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে মুখের মতো জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, হ্যাকিংয়ের ঘটনায় এক উচ্চপদস্থ রুশ আধিকারিক জড়িত ছিলেন।
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, রুশ হ্যাকিংয়ের ঘটনা সম্পর্কে তিনি বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন। এই তদন্তের চূড়ান্ত রিপোর্টের জন্য তিনি অপেক্ষা করছেন। উল্লেখ্য, এই সাইবার হানায় গতমাসের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করছে বলে কোনও কোনও মহলের অভিযোগ। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে হারিয়ে বিজয়ী হন।
ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর)-কে সাক্ষাত্কার দিতে গিয়ে ওবামা বলেছেন, ‘আমি মনে কোনও বিদেশি সরকার আমাদের নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করলে নিঃসন্দেহে ব্যবস্থা গ্রহণের প্রয়োজন এবং আমরা তা করবও’।
পছন্দমতো সময়ে এবং জায়গায় এর সুমচিত জবাব দেওয়া হবে জানিয়ে ওবামা বলেছেন, এর কোনওটা হয়ত প্রকাশ্যে আসবে, কোনওটা গোপনেই থাকবে।
সাক্ষাত্কারটি আজই সম্প্রচারিত হবে। তার আগে এর সারাংশ প্রকাশ করেছে এনপিআর।
ওবামা বলেছেন, এ ব্যাপারে তাঁর মনোভাব জানেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এ ব্যাপারে পুতিনের সঙ্গে তাঁর সরাসরি কথা হয়েছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এই হ্যাকিং সম্পর্কে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলিকে বিস্তারিত তদন্ত করে আগামী ২০ জানুয়ারী তাঁর অফিস ছাড়ার আগে তার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ওবামা।
উল্লেখ্য, গতকালই প্রেস সেক্রেটারি জোস আর্নেস্ট সাংবাদিকদের বলেছিলেন যে, রাশিয়ার এই জঘন্য সাইবার অপকর্ম সম্পর্কে ট্রাম্প জানতেন। রাশিয়ার এই কাজ ট্রাম্পকে সাহায্য করেছে এবং তা ক্লিন্টনের বিরুদ্ধে গিয়েছে।
আর্নেস্ট আরও অভিযোগ করেন, ক্লিন্টনের ব্যক্তিগত সার্ভার থেকে খোয়া যাওয়া ই-মেলগুলি খুঁজতে মস্কোকে উত্সাহিত করেছিলেন।
আর্নেস্ট নাম না করলেও এই সাইবার হানায় রাশিয়ার উচ্চ পদস্থ আধিকারিক হিসেবে পুতিনের জড়িত থাকার দিকেই যে ইঙ্গিত করেছেন, তা স্পষ্ট।
প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাইবার হানা, রাশিয়াকে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি ওবামার
ABP Ananda, web desk
Updated at:
16 Dec 2016 12:39 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -