কাবুল: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তালিবানের শান্তিবৈঠকের মধ্যেই ফের বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। একটি ট্রাকে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। জখম অন্তত ১১৯ জন। এই বিস্ফোরণের দায়স্বীকার করেছে তালিবান।

আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র নুসরত রাহিমি জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী সোমবার রাত ৯.৫৫ মিনিটে বিদেশি নাগরিকদের আবাসনের কাছে একটি ট্রাকে রাখা আইইডি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, কাবুলের সব জায়গা থেকেই আওয়াজ পাওয়া যায়। এই বিস্ফোরণের জেরে একটি পেট্রোল পাম্পেও আগুন ধরে যায়। পাঁচ জঙ্গি এই হামলার সঙ্গে যুক্ত ছিল। নিরাপত্তারক্ষীদের বিশেষ দল জঙ্গিদের খতম করেছে। ৪০০ বিদেশিকে উদ্ধার করেছে পুলিশ।