গবেষক ডেভিড স্ট্যানটন জানিয়েছেন, ‘সাধারণত সহজেই কুকুরের সঙ্গে নেকড়ের পার্থক্য বলে দেওয়া যায়। কিন্তু আমাদের পক্ষে এখনও পর্যন্ত সেটা বলা সম্ভব হয়নি। এখনও পর্যন্ত প্রচুর তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে। জন্তুটি কুকুর ও নেকড়ের পূর্ববর্তী কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যাচ্ছে না। কুকুর কবে থেকে মানুষের পোষ্য হয়েছে, সেটি এখনও জানা যায়নি। তবে এখন মনে হচ্ছে, হয়তো ১৮ হাজার বছর আগে থাকতেই কুকুরকে পোষ মানিয়েছিল মানুষ। নেকড়েও হয়তো সেই সময় থেকেই ছিল।’