ফ্লোরিডা: ১৯ বছর বয়সি কিশোর অস্টিন হ্যারুফ, ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয়ের হয়ে ফুটবল খেলেন। সোমবার তাঁকে ফ্লোরিডা পুলিশ এক নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করেছে। অস্টিন এক বৃদ্ধ দম্পতিকে খুন করে, বৃদ্ধের মুখের অংশ থেকে নরখাদকের মতো মাংস ছিঁড়ে খেয়েছেন।
সূত্রের খবর, অস্টিন তাঁর বাবা-মায়ের সঙ্গে স্থানীয় এক স্পোর্টস বারে নৈশভোজ করছিলেন।হঠাত্ই তিনি এক বৃদ্ধ দম্পতির ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। ক্ষুব্ধ অস্টিন পরে ৫৩ বছর বয়সি মিশেল মিশকন ও তাঁর ৫৯ বছর বয়সি স্বামী জন স্টেভেনসিকে অনুসরণ করে গিয়ে সুইচব্লেড দিয়ে হামলা চালায় তাঁদের ওপর। সুইচব্লেডের আক্রমণেই মৃত্যু হয় বৃদ্ধ দম্পতির। এমনকি তাঁদের বাঁচাতে গিয়ে সুইচব্লেডের ঘায়ে গুরুতর আহত হয়েছেন ওই দম্পতির পরিচিত এক প্রতিবেশীরও।
স্থানীয় পুলিশ এসে দেখেন মৃত বৃদ্ধ দম্পতির মধ্যে, বৃদ্ধ ব্যক্তির মুখের অংশ থেকে মাংস ছিঁড়ে খাচ্ছেন অস্টিন। শুধু তাই নয়, অস্টিনের মুখ দিয়ে এক পশুসুলভ অদ্ভূত আওয়াজ বের হচ্ছিল তখন।
পুলিশ সূত্রে দাবি, ঘটনাস্থলে দাঁড়িয়ে অস্টিনকে সেখান থেকে সরিয়ে আনতে একাধিকবার শূন্যে গুলি পর্যন্ত চালায় পুলিশ। তাতেও ওই নারকীয় কাজ করা থেকে থামানো সম্ভব হয়নি অস্টিনকে। এরপর, পুলিশ কুকুর এসেও সরাতে পারেনি অস্টিনকে। পুলিশের দাবি, অস্টিন এই হামলাটি চালিয়েছেন সম্পূর্ণ বিনা প্ররোচনায়।
বৃদ্ধ দম্পতিকে খুন করে, নরখাদকের মতো একজনের মুখের মাংস ছিঁড়ে খেলেন হত্যাকারী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Aug 2016 05:38 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -