লন্ডন: মাঝ-আকাশে বিমান ও হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে মৃত্যু হল ২ ভারতীয় বংশোদ্ভূত নাগরিক সহ চারজনের। ঘটনাটি ঘটে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে।
খবরে প্রকাশ, বাকিংহামশায়ার নিউ ইউনিভার্সিটির অ্যারোনটিক্সের ভারতীয় বংশোদ্ভূত ছাত্র সাভান মুণ্ডে গত ১৭ নভেম্বর সেসনা-১৫২ ট্রেনার বিমানে প্রশিক্ষণ নিচ্ছিলেন। সঙ্গে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত প্রশিক্ষক জশপাল বাহরা।
পুলিশ জানায়, সেসনা বিমানের মতই হেলিকপ্টারটিও ওয়াইকোম্ব এয়ার পার্ক বা বুকার এয়ারফিল্ড থেকে উড়েছিল। এখান থেকে মূলত পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হয়।
সেসনায় যেখানে ছিলেন দুই ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, সেখানে হেলিকপ্টারে প্রশিক্ষণ নিচ্ছিলেন ৩২ বছরের শিক্ষানবিশ পাইলট ভিয়েতনামের নাগরিক থান নগুয়েন। সঙ্গী ছিলেন ৭৪ বছরের প্রশিক্ষক মাইকেল গ্রিন।
পুলিশ জানিয়েছে, উড়ান শুরু করার কিছুক্ষণের মধ্যে আপার উইচেন্ডন প্রদেশের ওয়াডেসডন গ্রামের ওপর মাঝ-আকাশে বিমান ও হেলিকপ্টারে সংঘর্ষ হলে, দুটিই ধ্বংস হয়। ধ্বংসাবশেষ আছড়ে পড়ে জঙ্গলে।
দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।