অসময়ে বাড়ি থেকে বেরিয়ে যেত, তাই লজ্জায় পাকিস্তানে দুই মেয়েকে হত্যা বাবার!
Web Desk, ABP Ananda
Updated at:
23 Sep 2017 06:36 PM (IST)
NEXT
PREV
পেশোয়ার: পাকিস্তানের পেশোয়ারের আছার কালি এলাকায় দুই মেয়ে খুন হল বাবার হাতে। ২০ বছরের শামিম, তার দশ বছরের বোন নোরিনকে গত ২০ সেপ্টেম্বর হত্যা করেছেন আবদুল গনি নামে ওই ব্যক্তি। পুলিশ বলছে, এটা সম্ভবত, পরিবারের সম্মান রক্ষায় হত্যার ঘটনা।
গনির ছেলে পুলিশকে খুনের ঘটনাটি জানিয়ে এফআইআর দায়ের করেন। খুনের দুদিন বাদে নানা জায়গায় অভিযান চালিয়ে মোসাম ঘরি এলাকা থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ। গ্রেফতার হওয়ার পর গনি মেয়েদের হত্যার কথা কবুল করেন বলে জানিয়েছেন ডিএসপি ফজল ওয়াহিদ।
দি ডন-এর খবর, ডিএসপি জানিয়েছেন, মেয়েরা যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যেত। ওদের স্বভাব তাঁকে লজ্জায় ফেলে দিয়েছিল বলে জেরায় বলেছেন গনি।
গত বছরই পাকিস্তানের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে পরিবারের মান নষ্ট হওয়ায় হত্যা ও ধর্ষণ বিরোধী বিলে ছাড়পত্র দিয়েছে। ওই বিলে সাধারণ খুনের চেয়ে পরিবারের মর্যাদা নষ্টের অভিযোগে হত্যায় আরও কঠোর সাজার সংস্থান রয়েছে।
পেশোয়ার: পাকিস্তানের পেশোয়ারের আছার কালি এলাকায় দুই মেয়ে খুন হল বাবার হাতে। ২০ বছরের শামিম, তার দশ বছরের বোন নোরিনকে গত ২০ সেপ্টেম্বর হত্যা করেছেন আবদুল গনি নামে ওই ব্যক্তি। পুলিশ বলছে, এটা সম্ভবত, পরিবারের সম্মান রক্ষায় হত্যার ঘটনা।
গনির ছেলে পুলিশকে খুনের ঘটনাটি জানিয়ে এফআইআর দায়ের করেন। খুনের দুদিন বাদে নানা জায়গায় অভিযান চালিয়ে মোসাম ঘরি এলাকা থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ। গ্রেফতার হওয়ার পর গনি মেয়েদের হত্যার কথা কবুল করেন বলে জানিয়েছেন ডিএসপি ফজল ওয়াহিদ।
দি ডন-এর খবর, ডিএসপি জানিয়েছেন, মেয়েরা যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যেত। ওদের স্বভাব তাঁকে লজ্জায় ফেলে দিয়েছিল বলে জেরায় বলেছেন গনি।
গত বছরই পাকিস্তানের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে পরিবারের মান নষ্ট হওয়ায় হত্যা ও ধর্ষণ বিরোধী বিলে ছাড়পত্র দিয়েছে। ওই বিলে সাধারণ খুনের চেয়ে পরিবারের মর্যাদা নষ্টের অভিযোগে হত্যায় আরও কঠোর সাজার সংস্থান রয়েছে।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -