কাঠমান্ডু: নেপালের জনপ্রিয় পর্যটন কেন্দ্র চিটওয়ানে বন্যায় আটকে পড়েছেন ২০০ ভারতীয় সহ প্রায় ৬০০ জন পর্যটক। তাঁদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন।

নেপালের সংবাদমাধ্যম সূত্রে খবর, গত তিন দিন ধরে চলা বৃষ্টি ও ধসের ফলে অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। অন্তত ১৭ জন নিখোঁজ। ১৩ জন আহত হয়েছেন। হড়পা বান ও ধসে ২১টি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রক।

চিটওয়ান জেলার মুখ্য সরকারি আধিকারিক নারায়ণ প্রসাদ ভট্টা বলেছেন, রাপ্তি ও বুদ্ধিরাপ্তি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। অনেক হোটেলেও জল ঢুকে গিয়েছে। ৩৫,৮৪৩টি বাড়িতে জল ঢুকে গিয়েছে। ১,০০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩৯৭টি গবাদি পশু-পাখির মৃত্যু হয়েছে। টানা বৃষ্টি ও ধসের ফলে যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত।