কায়রো: মিশরের কায়রোয় গির্জায় বিস্ফোরণে মারা গেলেন অন্তত ২৫ জন। আহত আরও ৫০।


মিশরের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এদিন মধ্য কায়রোর প্রধান কপ্টিকক্রিশ্চান ক্যাথি়ড্রাল-- সন্ত মার্ক গির্জায় বিস্ফোরণ ঘটনো হয়। সেই সময় রবিবারের প্রার্থনার জন্য জমায়েত হয়েছিলেন বহু মানুষ।


মিশর পুলিশের অনুমান, এদিনের হামলায় মূল লক্ষ্য ছিল সংখ্যালঘুরাই। সম্ভবত, জেহাদিরাই এই হামলা চালিয়েছে। প্রাথমিক তদন্ত উঠে এসেছে, রিমোট-কন্ট্রোলের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়।


জানা গিয়েছে, গির্জার প্রধান দেওয়ালের ধারে রাখা ছিল বিস্ফোরক। আহত ও নিহতদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু। । এর ঠিক দু’দিন আগে বন্দুকবাজদের হামলায় মৃত্যু হয়েছে ৬ পুলিশকর্মীর।


এখানে বলে রাখা প্রয়োজন, মিশরের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ মানুষ কপ্টস সম্প্রদায়ের। হোসনি মুবারকের ৩০ বছরের সাসনকালে, এই সম্প্রাদায় বৈষম্যের শিকার হয়েছে বলে অভিযোগ।