মালয়েশিয়ার স্কুলে ভোররাতে ভয়বহ আগুন, মৃত ২৩ পড়ুয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Sep 2017 09:15 AM (IST)
কুয়ালালামপুর: মালয়েশিয়ার একটি ধর্মীয় বিদ্যালয়ে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু। মৃতদের অধিকাংশই পড়ুয়া। জানা গেছে, রাজধানী কুয়ালালামপুরের ওই তিনতলা স্কুল ভবনে ভোররাতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে ছুটে যায় দমকলবাহিনী। এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলি দেখিয়েছে ছাই ঢাকা পুড়ে যাওয়া পড়ুয়াদের বিছানার ভয়াবহ ছবি। দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, নিহতদের মধ্যে ২৩ জনই পড়ুয়া। বাকি দুজন ওয়ার্ডেন।