চৌধুরী জানিয়েছেন, এর আগে পাক বিদেশমন্ত্রক ওই প্রত্যক্ষদর্শীদের পাকিস্তানে পাঠানোর জন্য সরাসরি ভারত সরকারকে চিঠি দিয়েছিল। সেই বিষয়টি তদারক করতে এবার ডিরেক্টর জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে।
চৌধুরী বলেছেন, এর আগেও আমরা সাফ জানিয়ে দিয়েছি যে, আদালতে বয়ান নথিভুক্ত করতে ভারত প্রত্যক্ষদর্শীদের না পাঠালে মুম্বই মামলা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।
পাক সরকারি আইনজীবীরা জানিয়েছেন, এই মামলায় ইতিমধ্যেই সমস্ত পাক সাক্ষীর বয়ান নথিভুক্ত করা হয়েছে।
পাক আদালতে মামলার প্রধান আইনজীবী চৌধুরী বলেছন, এবার বল ভারতের কোর্টে।এই মামলার দ্রুত নিষ্পত্তি চাইলে ভারতকে প্রত্যক্ষদর্শীদের পাকিস্তানে পাঠাতে হবে। উল্লেখ্য, চৌধুরী এফবিআই-এরও বিশেষ প্রসিকিউটর।
সম্প্রতি পাক বিদেশ দফতর এই মামলায় ভারতকে অতিরিক্ত তথ্যপ্রমাণ পাঠাতে বলেছিল।
উল্লেখ্য, ভারত এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য পাকিস্তানের কাছে দাবি জানিয়েছে। ভারতের বক্তব্য, অভিযুক্তদের বিচারের জন্য পর্যাপ্ত প্রমাণ পাকিস্তানকে দেওয়া হয়েছে।
এই হামলার মূল পান্ডা জাকিউর রহমান লকভি, আব্দুল ওয়াজিদ, মাজহার ইকবাল, হামাদ আমিন সাদিক, শাহিদ জামিল রিয়াজ, জামিল আহমেদ ও ইউনিস আনজুমের বিরুদ্ধে হত্যায় প্ররোচনা, খুনের চেষ্টা এবং মুম্বই হামলায় যড়যন্ত্র ও তা কার্যকর করার অভিযোগ রয়েছে। এই মামলায় লকভি জামিন পেয়ে কোনও এক অজ্ঞাতস্থানে রয়েছে। অন্য ছয় অভিযুক্ত রওয়ালপিন্ডির আদিয়ালা জেলে রয়েছে।ছয় বছর ধরে এই মামলা চলছে।