ওয়াশিংটন: টাকা পেতে তো সকলেই আকছার এটিএম ছোটেন। কিন্তু, কখনও শুনেছেন কি, এটিএম থেকে পিৎজা পাওয়া যাচ্ছে?

না কোনও অফার নয়। একেবারে টাকা বেরনোর মতো এটিএম থেকে বেরোচ্ছে গরমা-গরম পিৎজা! হ্যাঁ, এমন ঘটনাই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে প্রথম ‘পিৎজা-এটিএম’ চালু হয়েছে।

সংবাদসংস্থা সূত্রে খবর, ওহায়োর জেভিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে বসেছে এমনই একটি ‘পিৎজা-এটিএম’। জানা গিয়েছে, এক-একটি এটিএম ৭০টি ১২-ইঞ্চির পিৎজা বহন করতে পারে। অর্ডার আসলেই, মাত্র তিন মিনিটের মধ্যেই হাতে পেয়ে যাবেন গরমা-গরম পিৎজা।

এখানেই শেষ নয়। এটিএম-এর টাচস্ক্রিনের বিভিন্ন বোতাম টিপে ঠিক কী ধরনের পিৎজা চাইছেন, তাও পছন্দ করতে পারেন। জানা গিয়েছে, সাধারণ মার্কিন নাগরিকদের জন্য এধরনের এটিএম-পরিষেবা চালু হবে আগামী ১০ তারিখ।

‘পিৎজা-এটিএম’-এর মধ্যে রয়েছে একটি ফ্রিজ। যা পিৎজাগুলিকে নিয়ন্ত্রিত তাপমাত্রায় রাখে যাতে সেগুলি তাজা থাকে। অর্ডার আসতেই নির্দিষ্ট পিৎজাটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে ফ্রিজ থেকে বের হয়ে এটিএম-এর মধ্যেই থাকা কনভেকশন ওভেনে চলে যাবে। সেখানে গরম হওয়ার পর মেশিনের মধ্যেই পিৎজাটি স্লাইস হয়ে বাক্সের মধ্যে প্যাক হয়ে বেরিয়ে আসবে।

জানা গিয়েছে, এক-একটি পিৎজার দাম পড়বে ১০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫০ টাকা)। ডেবিট অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করে ‘পিৎজা-এটিএম’ থেকে পিৎজা কিনতে পারবেন গ্রাহকরা।