লাহোর: লস্কর-ই-তৈবার জঙ্গি কমান্ডার জাকিউর রহমান লকভি ও ২০০৮ –এর মুম্বই সন্ত্রাসবাদী হামলার বাকি ৬ অভিযুক্তের বিরুদ্ধে ওই নাশকতায় নিহত ১৬৬ জনের প্রত্যেককে হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হবে বলে জানাল পাকিস্তানের সন্ত্রাসবাদ দমন আদালত। রায় উদ্ধৃত করে আদালতের এক পদস্থ অফিসার বলেছেন, সাত সন্দেহভাজনকে আলাদা আলাদা করে মুম্বই সন্ত্রাসবাদী হানা মামলার প্রত্যেক নিহতের হত্যায় প্ররোচনা দেওয়ায় অভিযুক্ত করা হবে। যদিও এ ব্যাপারে সন্দেহভাজনদের পাল্টা জেরার (ক্রস একজামিনেশন) অনুমতি আদালত দেয়নি বলে জানিয়েছেন ওই অফিসার।
প্রসঙ্গত, প্রায় দু মাস আগে সরকারপক্ষ ইসলামাবাদের সন্ত্রাস দমন আদালতে আবেদন পেশ করেছিল। আর্জি ছিল, সন্দেহভাজনদের বিরুদ্ধে দায়ের করা চার্জে সংশোধন করে তাতে সেই ভয়াবহ হামলায় নিহতদের প্রত্যেকের মৃত্যুর জন্য প্ররোচনার অভিযোগ আনা হোক। তবে এই আবেদনের ব্যাপারে সরকার ও সন্দেহভাজনদের আইনজীবীদের বক্তব্য পেশ শেষ হওয়ার পর রায়দান স্থগিত রেখেছিল আদালত। সরকার পক্ষের যুক্তি ছিল, সন্দেহভাজনদের বিরুদ্ধে মামলা আরও জোরদার করতেই তারা অভিযোগে সংশোধনী আনতে চায়। সরকারপক্ষ আরও আর্জি জানায়, মুম্বই হামলায় নিহতদের পোস্ট মর্টেম রিপোর্টগুলিও বিবেচনায় অন্তর্ভুক্ত করতে হবে। এজন্য ভারত সরকারকে আবেদন করা হোক, যাতে তারা নিহতদের প্রত্যেকের ময়না তদন্ত রিপোর্ট পাঠায়। যদিও সন্দেহভাজনদের কৌঁসুলিরা এর বিরোধিতা করেন।
২৬/১১-র হামলায় হত্যায় প্ররোচনার অভিযোগ আনা হবে লকভি ও ৬ সন্দেহভাজনের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 May 2016 04:29 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -