ওয়াশিংটন ও হিউস্টন: ২৪-ঘণ্টার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজ হানার জোড়া ঘটনায় নিহত ৩০। আহত বহু। প্রথম ঘটনাটি ঘটে শনিবার সকালে। টেক্সাসের এল পাসো শহরের একটি শপিং মলে হামলা চালায় বন্দুকবাজ। ২১ বছরের এক যুবক হাতে অ্যাসল্ট রাইফেল নিয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করলে মৃত্যু হয় ২০ জনের। আহত অন্তত ২৬ জন। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এই হামলার রেশ কাটতে না কাটতে ফের আরেকটি হামলার খবর সামনে আসে। রবিবার ভোরে ওরেগন জেলার ডেটন অঞ্চলের ওহায়ো শহরে বন্দুকবাজের হামলায় ১০ জন মারা যান। নিহতদের তালিকায় রয়েছে হামলাকারীও। আহত হয়েছেন ১৬ জন। পরে, পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারীরও।
আমেরিকায় বন্দুকবাজের জোড়া হামলা, নিহত ৩০, নিন্দা ট্রাম্পের
Web Desk, ABP Ananda | 04 Aug 2019 07:35 PM (IST)