ডালাস: পুলিশের গুলিতে পরপর দুই কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর প্রতিবাদে আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল। ডালাসে এমনই এক বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি। ঘটনাস্থলেই ৪ পুলিশ অফিসারের মৃত্যু। গুলিবিদ্ধ অন্তত ৭। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ডালাসের পুলিশ প্রধানকে উদ্ধৃত করে দাবি সংবাদ সংস্থা এপি-র।
মঙ্গলবার লুসিয়ানায় বছর ৩৭-এর কৃষ্ণাঙ্গ যুবক অ্যালটন স্টারলিংয়ের মৃত্যু হয় পুলিশের গুলিতে। পরদিনই মিনিয়াপোলিসে পুলিশের গুলিতে মৃত্যু হয় ফিলান্ডো কাস্টিলে নামে আর এক কৃষ্ণাঙ্গ যুবকের। বছর ৩২-এর ওই যুবকের মৃত্যুর পরেই নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ডালাস, মিনেসোটা, লস অ্যাঞ্জেলেস-সহ বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল বের হয়। ডালাসে পুলিশকে লক্ষ্য করে মিছিলকারীরা গুলিও ছোড়ে বলে অভিযোগ।
আমেরিকায় গুলির লড়াই, মৃত পাঁচ পুলিশ অফিসার, আত্মসমর্পণ ১ হামলাকারীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jul 2016 05:02 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -